তাণ্ডব চালিয়ে মরল বাইসন

লোকালয়ে গিয়ে তাণ্ডব চালিয়ে মারা গেল একটি পূর্ণবয়স্ক বাইসন। উত্তেজিত হয়ে পড়লেন এলাকাবাসী।

Updated By: Oct 13, 2020, 06:33 PM IST
তাণ্ডব চালিয়ে মরল বাইসন

নিজস্ব প্রতিবেদন: লোকালয়ে গিয়ে তাণ্ডব চালিয়ে মারা গেল একটি পূর্ণবয়স্ক বাইসন। উত্তেজিত হয়ে পড়লেন এলাকাবাসী।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বাতাবাড়ি চা-বাগান সংলগ্ন গোয়ালডাঙা এলাকায়। ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

বাইসনটির হানায় আহত হন স্থানীয় এক ব্যক্তি। একটি বাইকও ভেঙে ফেলে বাইসনটি। একটি গরুকে মারে বলেও জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, একটি বাড়িতে তাণ্ডব চালায়। এই ঘটনায় সকাল থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্য দিকে, এলাকায় বনকর্মীরা গেলে তাঁদের গাড়ি ভাঙচুরের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা বনকর্মীদের হেনস্থা করেন বলেও অভিযোগ।

জানা গিয়েছে, এ দিন সকালে খরিয়ারবন্দর জঙ্গল থেকে ৩টি বাইসন গোয়ালডাঙা এলাকায় বেরিয়ে আসে। সকালে একটি বাইসন খরিয়ারবন্দর জঙ্গলেই চলে যায়। অন্য একটি বাইসন বাতাবাড়ি চা-বাগানে ঢুকে যায়। 

তৃতীয় বাইসনটি গোয়ালডাঙা এলাকায় ঢুকে পড়ে। সেখানে একটি বাড়িতে তাণ্ডব চালায়। বাড়ির লোকজন খাটের নীচে ঢুকে কোনও রকমে প্রাণে বাঁচে। ওইখানেই রাখা একটি বাইকও ভেঙে দেয় বাইসনটি। ওই সময়েই অবতার লামা নামে এক ব্যক্তিকেও আহত করে এটি। তাঁকে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লোকালয়ে এরকম তাণ্ডব চালিয়ে বাইসনটি শেষ পর্যন্ত এলাকারই একটি বাঁশবাগানে গিয়ে মারা যায়। 

আরও পড়ুন: 'নিলেমের ঘরবাড়ি আসবাবে'ই এ বার অর্থনীতির নোবেল

.