Dilip Ghosh: 'এমনি দিনে বাঘিনী আর ভোট হয়ে গেলেই বিড়াল', মমতাকে কটাক্ষ দিলীপের

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দ্যেশ্যে করে বলেন, 'ভোট হয়ে গেলেই উনি টার্গেট হন। এতদিন বাঘিনী ছিলেন এখন বিড়াল হয়ে গেছেন। তিনি কোন ভাবেই রেহাই পাবেন। যা কর্ম করেছেন তার ফল পাবেন।

Updated By: Apr 22, 2024, 09:45 AM IST
Dilip Ghosh: 'এমনি দিনে বাঘিনী আর ভোট হয়ে গেলেই বিড়াল', মমতাকে কটাক্ষ দিলীপের
ফাইল ছবি

অরূপ লাহা: 'এতদিন বাঘিনী, ভোট হয়ে গেলেই বিড়াল হয়ে মেউ মেউ। আমি মেয়ে, আমি মহিলা, আমাকে একা দেখুন ঘিরে ফেলেছে। যা কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে, আর কোন সিমপ্যাথি পাবেন না।' এভাবেই ফের তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রোজকার কর্মসূচি মতো সোমবার তিনি পূর্ব বর্ধমানের মির্জাপুরে মাঠে প্রাতঃভ্রমণে যান।

আরও পড়ুন, Bengal Weather: সপ্তাহের শুরুতেই দাবদাহ? জেলায় জেলায় তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির পূর্বাভাস

তারপর তিনি উপস্থিত হন চায়ে পে চর্চা অনুষ্ঠানে দেওয়ানদিঘীর মোড়ে। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দ্যেশ্যে করে বলেন, 'ভোট হয়ে গেলেই উনি টার্গেট হন। এতদিন বাঘিনী ছিলেন এখন বিড়াল হয়ে গেছেন। তিনি কোন ভাবেই রেহাই পাবেন। যা কর্ম করেছেন তার ফল পাবেন। নেতাদের চোর বানিয়েছেন, চোরেদের নেতা বানিয়েছেন। যত ইলেকশন এগিয়ে আসছে ততই হারার ভয়ে হিংস্র হয়ে যাচ্ছে তৃণমূল।' 

প্রধানমন্ত্রীর প্লেনে চড়া নিয়ে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন,  'কারও বাপের টাকায় চড়ছেন নাকি? ১৪০ কোটির দেশের প্রধানমন্ত্রী তার তো বাইডেনের থেকেও দামী প্লেনে চাপা উচিত। আমারা ভিখারি পার্টি নই, ভিখারি দেশ নয়। যারা ভিখারি বানিয়েছে তারা এটা করছে। শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ ওনারা এখানকার পরিস্থিতি জানেন না, বাইরে থেকে এসেছেন ফরেনার তো আগে ভোটটা লড়ুন। শুনলাম একজন বিহার যাচ্ছেন আরেকজন ভয়ে বেরাচ্ছেন না। এরা কি রাজনীতি করবেন।'

অন্যদিকে, অভিষেক বন্দোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন দিলীপ ঘোষ। বিজেপিকে ২ নম্বরী বলার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, 'উনি একমাত্র ভদ্রলোক? যার বাড়ির বউ থেকে চাকর বাকর কুকুর সবাইকে ইডি ডাকছে। সোনা নিয়ে যাচ্ছে, রাস্তায় চোর চোর বলে সবাই ডাকছে। ওর চোদ্দপুরুষ চোর। আজ মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে ওনার জন্য। সোমবার এসএসসির রায়দান নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'এ রাজ্যের লোক তাকিয়ে থাকে আদালতের দিকে আর কেন্দ্রীয় সরকারের দিকে। কেন্দ্রীয় সরকার উন্নয়ন করে আর আদালত জাস্টিস করে। এই সরকার কিছু করে না।'

আরও পড়ুন, Bengal News LIVE Update: ভোট আবহেই নজরে হাইকোর্ট! এসএসসি মামলার রায় ঘোষণা আজ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.