দিলীপ ঘোষের কনভয়ে হামলা, আজ কমিশনে বিজেপির প্রতিনিধিদল

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ ওঠে।

Updated By: May 8, 2019, 07:26 AM IST
দিলীপ ঘোষের কনভয়ে হামলা, আজ কমিশনে বিজেপির প্রতিনিধিদল
ঘটনার দিনের ছবি

নিজস্ব প্রতিবেদন: দিলীপ ঘোষের কনভয়ে হামলার ঘটনায় অভিযোগ জানাতে বুধবার সকালে নির্বাচন কমিশনের অফিসে যাচ্ছেন জয়প্রকাশ মজুমদার। এদিন সকাল ১০টায় জয়প্রকাশ মজুমদার-সহ বিজেপির প্রতিনিধিদল কমিশনে যাবে। 

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ উঠল। 
তার পরই ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কাছে এই ঘটনার রিপোর্ট নির্বাচন কমিশনের তরফে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় প্রচার চলাকালীন বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের খেজুরি। তৃণমূলের হামলার প্রতিবাদে কুঞ্জপুরে পথ অবরোধে বসেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে দিলীপ ঘোষের কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। কনভয়ের ২টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। 

.