তৃণমূলকে শেষ করে দেব, ভাটপাড়া পুরসভায় সংখ্যারিষ্ঠতা পেয়ে বললেন অর্জুন সিং

এর ফলে ৩৫ আসনের ভাটপাড়া পৌরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। বর্তমানে পৌরসভায় ৩৪ জন কাউন্সিলর রয়েছেন। তার মধ্যে ১টি কাউন্সিলর সিপিএমের। সপ্তাহকয়েক আগেই ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। 

Updated By: May 28, 2019, 03:05 PM IST
তৃণমূলকে শেষ করে দেব, ভাটপাড়া পুরসভায় সংখ্যারিষ্ঠতা পেয়ে বললেন অর্জুন সিং

নিজস্ব প্রতিবেদন: ব্যাকারপুর শিল্পাঞ্চলে ফের একবার তৃণমূলকে বড় ধাক্কা দিলেন অর্জুন সিং। মঙ্গলবার তাঁর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন আরও ৮ জন কাউন্সিলর। ফলে ৩৪ আসনের ভাটপাড়া পৌরসভায় বর্তমানে বিজেপির দখলে ১৯টি ওয়ার্ড। তৃণমূলের ১৪টি। ফলে ভাটপাড়া পুরসভা বিজেপির দখলে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। 

 

মঙ্গলবার অর্জুন সিংয়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৮ কাউন্সিল। দলবদলকারী কাউন্সিলরদের দাবি, তারা আগেই বিজেপিতে যোগদান করতে চেয়েছিলেন। কিন্তু তৃণমূলের চাপে করতে পারেননি। তাই লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর বিজেপিতে যোগদান করলেন তাঁরা। 

এর ফলে ৩৫ আসনের ভাটপাড়া পৌরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। বর্তমানে পৌরসভায় ৩৪ জন কাউন্সিলর রয়েছেন। তার মধ্যে ১টি কাউন্সিলর সিপিএমের। সপ্তাহকয়েক আগেই ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। তাতে ২২টি ভোট পায় রাজ্যের শাসকদল। ফলে সরতে হয় অর্জুনকে।

অর্জুন সিংয়ের দাবি, দলবদলকারী কাউন্সিলররা তাঁর নিজে হাতে তৈরি। ফলে বেশিদিন তাঁরা যে আমাকে ছেড়ে থাকতে পারবে না সেব্যাপারে নিশ্চিত ছিলাম। আমাদের মধ্যে কোনও বিভেদ নেই। তৃণমূল বিভেদ তৈরি করার চেষ্টা করছে। 

ঘর ভাঙছে সিপিএমেরও, বিজেপিতে যোগ দিচ্ছেন হেমতাবাদের বাম বিধায়ক দেবেন রায়

এদিন অর্জুন জানান, নৈহাটি, হালিশহর, বীজপুর, কাঁচরাপাড়া, টিটাগড় ও ব্যারাকপুর পৌরসভা কয়েকদিনের মধ্যেই দখল করবে বিজেপি। বদলে যাবে পঞ্চায়েতগুলির চেহারাও। এদিন ভাটপাড়া দখলের পর অর্জুনের হুঙ্কার, 'তৃণমূলকে শেষ করে দেব।' 

Tags:
.