মহিষাদলে টেন্ডার দুর্নীতির অভিযোগ বিজেপির, দাবি অস্বীকার শাসকদলের

বিজেপির বক্তব্য আগে টেন্ডার পাশ হয়েছিল তিন লক্ষ পঁচাশি হাজার টাকায়। সেই সময় খেয়ার ভাড়া ছিল পাঁচ টাকা। কিন্তু এখন কম টাকায় টেন্ডার পাশ হয়েছে। দেড় লক্ষ টাকায় ভাড়া হয়েছে ১০ টাকা। 

Updated By: Jul 10, 2022, 01:43 PM IST
মহিষাদলে টেন্ডার দুর্নীতির অভিযোগ বিজেপির, দাবি অস্বীকার শাসকদলের
নিজস্ব চিত্র

কিরণ মান্না: মহিষাদলে ফেরি সার্ভিসের টেন্ডার দুর্নীতির অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বিকার শাসকদলের।

পূর্ব মেদিনীপুরে, মহিষাদল বিধানসভার অমৃতবেরিয়া অঞ্চলের অন্তর্গত মায়াচর একটি বিচ্ছিন্ন দ্বীপ। মায়াচরে প্রায় ১০ হাজার মানুষের বাস। রূপনারায়ণ নদ মহিষাদলের মূল ভূখণ্ড থেকে মায়াচরকে আলাদা করে রেখেছে। 

প্রশাসনিক কাজ, চিকিৎসা, স্কুল, কলেজ, কৃষিজীবী মানুষদের কাজে খেয়া একমাত্র ভরসা। খেয়ার সাহায্যে মায়াচর থেকে মহিষাদলে আসতে হয় মায়াচরের বাসিন্দাদের। এই ফেরি সার্ভিসকে ঘিরেই দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। 

আরও পড়ুন: Weather Today: মেঘলা আকাশ মহানগরে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

বিজেপির বক্তব্য আগে টেন্ডার পাশ হয়েছিল তিন লক্ষ পঁচাশি হাজার টাকায়। সেই সময় খেয়ার ভাড়া ছিল পাঁচ টাকা। কিন্তু এখন কম টাকায় টেন্ডার পাশ হয়েছে। দেড় লক্ষ টাকায় ভাড়া হয়েছে ১০ টাকা। 

এর ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ অসুবিধায় পড়েছে। এই অভিযোগে রবিবার বিজেপি বিক্ষোভ দেখায় ফেরিঘাটের সামনে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.