মোদীর শপথে হাজির থাকবেন পশ্চিমবঙ্গে নিহত বিজেপি কর্মীদের পরিবার
লোকসভা নির্বাচনের ফলে রাজ্য রাজনীতির যাবতীয় হিসাব গোলমাল করে দিয়েছে বিজেপি। ২ থেকে এক লাফে পৌঁছেছে ১৮-য়। তবে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় নিহত দলীয় কর্মীদের কথা ভোলেনি দলের নেতৃত্ব।
নিজস্ব প্রতিবেদন: রাত পোহালেই মোদীর শপথ। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্রমোদী। সেজন্য দিল্লিতে প্রস্তুতিও তুঙ্গে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে পৌঁছল চিঠি। যেমন তেমন চিঠি নয় প্রধানমন্ত্রীর শপথগ্রহণে হাজির থাকার আমন্ত্রণপত্র। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের কাছে পৌঁছেছে মোদীর আমন্ত্রণ।
৮ কোটি নতুন এলপিজি কানেকশনে ৫ কেজির সিলিন্ডার দেওয়ার ভাবনা কেন্দ্রের!
লোকসভা নির্বাচনের ফলে রাজ্য রাজনীতির যাবতীয় হিসাব গোলমাল করে দিয়েছে বিজেপি। ২ থেকে এক লাফে পৌঁছেছে ১৮-য়। তবে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় নিহত দলীয় কর্মীদের কথা ভোলেনি দলের নেতৃত্ব। দলীয় কর্মীদের এই বার্তা দিতে নিহতদের পরিবারের সদস্যদের শপথগ্রহণে আমন্ত্রণ জানালেন মোদী। মোট ৫৪ জন নিহতের পরিবার হাজির থাকবেন রাষ্ট্রপতি ভবনে। আজ বিকেলের রাজধানী এক্সপ্রেসে দিল্লি নিয়ে যাওয়া হবে তাঁদের।
গত পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত তাদের ৮০ জন কর্মী রাজনৈতিক হিংসায় নিহত হয়েছেন বলে দাবি বিজেপির। এমনকী ফল প্রকাশের পরেও ২ জন বিজেপি কর্মীকে তৃণমূলি গুন্ডারা খুন করেছে বলে অভিযোগ।