'রাজ্যপাল মোদীজির বাহিনীর একজন সৈনিক!' মন্তব্য করে বিতর্কে রাহুল সিনহা

রাজ্যপাল মোদীজির বাহিনীর একজন সৈনিক। গালাগালি দিয়ে তাঁকে চুপ করানো যাবে না। বললেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাজ্যে বিজেপির বাড়-বাড়ন্তের পিছনে অবদান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। বললেন বিজেপি নেতা রাহুল সিনহা।

Updated By: Jul 6, 2017, 02:49 PM IST
'রাজ্যপাল মোদীজির বাহিনীর একজন সৈনিক!' মন্তব্য করে বিতর্কে রাহুল সিনহা

ওয়েব ডেস্ক : রাজ্যপাল মোদীজির বাহিনীর একজন সৈনিক। গালাগালি দিয়ে তাঁকে চুপ করানো যাবে না। বললেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাজ্যে বিজেপির বাড়-বাড়ন্তের পিছনে অবদান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। বললেন বিজেপি নেতা রাহুল সিনহা।

অন্যদিকে, বসিরহাটে শান্তিতে ফেরাতে কেন হাত গুটিয়ে বসে তৃণমূল কংগ্রেস? প্রশ্ন বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই রাজ্যপালকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী। বসিরহাট কাণ্ডে অভিযোগ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র।

বসিরহাট কাণ্ডের প্রতিবাদে পথে নামল বিজেপি। হুগলি জেলায় একাধিক জায়গায় অবরোধে সামিল বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, রাজ্যজুড়ে অশান্তি চলছে। মুখ্যমন্ত্রী রাজ্যপালকে অসম্মান করেছে। এই অভিযোগ তুলেই বিজেপির এই অবরোধ কর্মসূচি। অবরোধ করা হয়েছে চন্দননগর হাটখোলায় জিটি রোড, ব্যান্ডের মোড় ও শ্রীরামপুরের বটতলা মোড়ও। এর জেরে বিপর্যস্ত যান চলাচল।

আরও পড়ুন- ৫ দিন পর বাদুড়িয়া স্বাভাবিক ছন্দে ফিরলেও, থমথমে বসিরহাট

.