আইনশৃঙ্খলা-সিএএ নিয়ে বিজ্ঞাপন, রাজ্যপালের কাছে গুরুতর অভিযোগ বিজেপির

এর আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করেন বিজেপির ১৮ সাংসদ

Reported By: অঞ্জন রায় | Updated By: Feb 10, 2020, 06:02 PM IST
আইনশৃঙ্খলা-সিএএ নিয়ে বিজ্ঞাপন, রাজ্যপালের কাছে গুরুতর অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির কাছ যাওয়ার পর ফের রাজ্যপালের কাছে গেল বিজেপি।

আরও পড়ুন-রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ রাজ্য সরকারের, মিলবে মোটা বেতন

সোমবার বিধায়ক মনোজ টিগ্গার নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা দেখা করেন। তাঁদের অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা অত্যন্ত খারাপ। অধিকাংশ জায়গায় বিজেপিকে মিছিল করতে অনুমতি দেওয়া হয় না। জমায়েত করলেও পুলিস লাঠিচার্জ করে হঠিয়ে দেয়। রাজ্যে বিজেপি নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।

অন্যদিকে, মনোজ টিগ্গা সাংবাদিকদের বলেন, সিএএ নিয়ে সরকারি টাকায় শাসক দলের বিজ্ঞাপন দিচ্ছে রাজ্য সরকার। কেন মানুষের করের টাকায় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে তার তদন্ত করা হোক। রাজ্যপালের কাছে এনিয়ে দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন-  বাজেট বক্তৃতা লাইভ, আর রাজ্যপালের ভাষণে সেন্সরশিপ? ফের তোপ ধনখড়ের

উল্লেখ্য, এর আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করেন বিজেপির ১৮ সাংসদ। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিজেপি সাংসদরা জানিয়েছিলেন, রাজ্যের বিজেপি সমর্থকদের ওপরে হামলা হচ্ছে। নির্বিকার রয়েছে প্রশাসন।  দক্ষিণ দিনাজপুরে এক মহিলার ওপরে প্রকাশ্যে অত্যাচার করা হয়েছে। 

.