অর্ডার দিয়েছিলেন মোবাইল ফোন; ঘরে এল পাথর ভরা প্যাকেট, তাজ্জব বিজেপি সাংসদ
অনলাইনে পণ্য অর্ডার দিয়ে অনেকেই অদ্ভূত জিনিস পেয়েছেন বলে শোনা যায়। এবার তা নিজের চোখে দেখলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।
নিজস্ব প্রতিবেদন: অনলাইনে পণ্য অর্ডার দিয়ে অনেকেই অদ্ভূত জিনিস পেয়েছেন বলে শোনা যায়। এবার তা নিজের চোখে দেখলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।
আরও পড়ুন-যেসব দেশ কাশ্মীর নিয়ে ভারতকে সমর্থন করছে তাদের মিসাইল দিয়ে উড়িয়ে দেব: পাক মন্ত্রী
সংবাদমাধ্যমে খগেন মুর্মু বলেন, আমার জন্যে অনলাইন বিপণন সংস্থা আমাজনে একটি মোবাইল ফোনের অর্ডার দিয়েছিল আমার ছেলে। আমি চেয়েছিলাম একটি স্যামসাংয়ের ফোন। সেরকমই অর্ডার দেওয়া হয়। কিন্তু প্যাকেট খুলে দেখি ভেতরে রয়েছে একটি Redmi 5A-এর বাক্স। সেটি খুলে দেখি তার মধ্যে রয়েছে একটি পাথর।
WB: Khagen Murmu,BJP MP from Malda North alleges that he was delivered stones instead of mobile phone that he ordered online.He says,"My son ordered a Samsung mobile phone from Amazon.When we opened the packet we found a box of Redmi 5A. On opening it,I found stones"(29.10) pic.twitter.com/1wQs0rpBNR
— ANI (@ANI) October 29, 2019
সংবাদমাধ্যমে খগেনবাবু বলেন, প্রথমে রেড নি ৫এ ফোন দেখেই অবাক হই। ভেতরে বাক্সটির সিল খোলা ছিল। সেটি খুলে দেখি ভেতরে কয়েকটা মার্বেল পাথরের টুকরো ভরা।
আরও পড়ুন-আসন্ন উপনির্বাচনে কংগ্রেসকে ২টি আসন ছেড়ে একটিতে প্রার্থী দেবে সিপিএম
উল্লেখ্য, ডেলিভারি বয় যখন ওই প্যাকেটটি বাড়িতে দিয়ে যায় সে সময় বাড়িতে ছিলেন না খগেন মুর্মু। মোবাইল ফোনের দাম হিসেবে ডেলিভারি বয়কে ১১,৯৯৯ টকা দিয়ে দেন সাংসদের স্ত্রী। এনিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন মালদহের পুলিস সুপার অলোক রাজোরিয়া।