'সরকারে আসলে জিতেন্দ্র তিওয়ারি সহ তৃণমূল নেতাদের জেল খাটাব,' গ্রেফতার হতেই হুঙ্কার সৌমিত্রর

সৌমিত্র খাঁর কথা অনুযায়ী সোমবার রাজ্যজুড়ে আন্দোলনে নামতে চলেছে বিজেপি যুব মোর্চা কর্মী, সমর্থকরা।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Sep 12, 2020, 02:04 PM IST
'সরকারে আসলে জিতেন্দ্র তিওয়ারি সহ তৃণমূল নেতাদের জেল খাটাব,' গ্রেফতার হতেই হুঙ্কার সৌমিত্রর
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : "সরকারে আসলে জিতেন্দ্র তিওয়ারি সহ সকল তৃণমূল নেতাদের জেল খাটাব।" হুঁশিয়ারি দিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। ভুয়ো ছবি ভাইরাল করার অভিযোগে শুক্রবার বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জিকে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিস। এর প্রতিবাদে আজ পথে নামেন সাংসদ ও রাজ্য যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ। পুলিস বাধা দিলে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা, ধস্তাধস্তি বেধে যায়। এরপর পুলিস সৌমিত্র খাঁকেও গ্রেফতার করে। 

বিজেপি রাজ্য যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁকে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন দলীয় কর্মী, সমর্থকরা। বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের উল্লাস মোড়ের কাছে বিজেপি কর্মী, সমর্থকরা টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। অবরোধের জেরে বিভিন্ন যানবাহন আটকে পড়ে। তীব্র যানজটের সৃষ্টি হয়। আধঘণ্টা জাতীয় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিস এসে অবরোধকারীদের হটিয়ে দেয়। পুলিস এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী, সমর্থককেও আটক করে। পরে সৌমিত্র খাঁ সহ যুব মোর্চার কর্মী-সমর্থকদের পিয়ার বন্ড নিয়ে ছেড়ে দেয় আসানসোল দক্ষিণ থানার পুলিস। 

এদিকে গ্রেফতারির পর আসানসোল আদলতে দাঁড়িয়েই কার্যত হুঁশিয়ারি দেন সৌমিত্র খাঁ। আসানসোল আদালতে দাঁড়িয়ে সৌমিত্র খাঁ বলেন, "আজ যদি বাপ্পা চ্যাটার্জি আসানসোল আদালত থেকে জামিন না পান, তাহলে সোমবার দিন গোটা রাজ্য কার্যত অবরুদ্ধ থাকবে। সরকারে আসলে জিতেন্দ্র তিওয়ারি সহ তৃণমূল নেতাদের জেল খাটাব।" উল্লেখ্য, এদিন বাপ্পা চ্যাটার্জির জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। তাঁকে ৩ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ফলে সৌমিত্র খাঁর কথা অনুযায়ী সোমবার রাজ্যজুড়ে আন্দোলনে নামতে চলেছে বিজেপি যুব মোর্চা কর্মী, সমর্থকরা।

প্রসঙ্গত, আসানসোল পুর নিগমের সাইনবোর্ডের ভুয়ো ছবি ভাইরাল করার অভিযোগে বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জিকে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিস। ভাইরাল হওয়া আসানসোল পুর নিগমের সাইনবোর্ডের ছবিতে দেখা যায়, বোর্ডে বাংলা ভাষায় কোনও লেখা নেই, বদলে হিন্দি, ইংরেজি ও উর্দু ভাষায় কেবল লেখা  রয়েছে। কিন্তু আসানসোল পুরনিগমে বরাবরই বাংলায় লেখা বোর্ড লাগানো ছিল। এই ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পুর নিগমের পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন, তৃণমূলের বিধায়ককে বিজেপিতে যোগ দেওয়ার ডাক দিলীপ ঘোষের, শুনতে হল পাল্টা জবাব

.