BJPর গোষ্ঠীকোন্দলে ধুন্ধুমার! Suvenduর অনুগামীদের মারধর, সহায়তা কেন্দ্র ভাঙচুরের অভিযোগ

শুভেন্দু অনুগামীরা সহায়তা কেন্দ্রে বিজেপির পতাকা লাগিয়েছিলেন। আর তাতেই ক্ষুব্ধ আদি বিজেপির কর্মীরা। 

Updated By: Dec 22, 2020, 10:07 AM IST
BJPর গোষ্ঠীকোন্দলে ধুন্ধুমার! Suvenduর অনুগামীদের মারধর, সহায়তা কেন্দ্র ভাঙচুরের অভিযোগ
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। আদি বিজেপি বনাম নব্য বিজেপির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল মকরামপুর। গতরাতে শুভেন্দু অনুগামীদের অফিসে হামলা চলে। পতাকা লাগানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। শুভেন্দু অনুগামীরা সহায়তা কেন্দ্রে বিজেপির পতাকা লাগিয়েছিলেন। আর তাতেই ক্ষুব্ধ আদি বিজেপির কর্মীরা। 

আরও পড়ুন:  রাজ্যে VRP-দের পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিলেন মমতা

অভিযোগ, সামান্য বচসা থেকে শুরু হয় হাতাহাতি, মারধর করা হয় শুভেন্দু অনুগামীদের। হামলা চলে সহায়তা কেন্দ্রেও। শুভেন্দুর ছবি, পোস্টার এবং ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। আহত একজনকে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আদি বিজেপি কর্মীদের বক্তব্য, এঁরা কেউই দলের সদস্য নন। কারণ বিজেপিতে যোগদানের একটি পদ্ধতি আছে। আর সেই পদ্ধতি মেনে কেউ যোগদান করেননি। বিজেপির নারায়ণগড় উত্তর মণ্ডলের সভাপতি সত্যজিত দে বলেন," ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। তৃণমূলই এই কাজ করেছে। কাউকে আমাদের দলে আসতে হলে নির্দিষ্ট পদ্ধতি মেনে আসতে হবে।"

.