BJP: বহুদিন ধরেই ভয় দেখানো হচ্ছিল তন্ময়কে, বিজেপি বিধায়কের দলত্যাগ নিয়ে সাফাই দিলীপের

এনিয়ে আজ দিলীপ ঘোষ বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মামলাতেও তন্ময়কে ট্যাগ করা হয়েছিল 

Updated By: Aug 30, 2021, 04:20 PM IST
BJP: বহুদিন ধরেই ভয় দেখানো হচ্ছিল তন্ময়কে, বিজেপি বিধায়কের দলত্যাগ নিয়ে সাফাই দিলীপের

নিজস্ব প্রতিবেদন: ব্রাত্য বসুর হাত থেকে রবিবার তৃণমূলের পতাকা তুলে নিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। এনিয়ে এবার মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, চাপে পড়েই তৃণমূলে যোগ দিয়েছেন তন্ময়।

আরও পড়ুন-Afghanistan: চোখ বেঁধে অত্যাচার, প্রভাবশালী আফগান মৌলবীকে গ্রেফতার তালিবানের

এনিয়ে আজ দিলীপ ঘোষ বলেন, দীর্ঘদিন ধরেই ভয় দেখানো হচ্ছিল তন্ময়কে। বহুদিন দলের কোনও অনুষ্ঠানে যোগ দেননি। সম্প্রতি প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মামলাতেও তন্ময়কে ট্যাগ করা হয়েছিল। তাই বাধ্য হয়েই তৃণমূলে যোগ দিতে হল বিজেপি বিধায়ক তন্ময়কে।

আরও পড়ুন-Nusrat Jahan: ছেলে Yishaan-কে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরত

এদিন মেদিনীপুরে জন্মাষ্টমী নিয়েও তৃণমূলকে নিশানা করেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি সভাপতি বলেন, তৃণমূলের মতো আমরা হঠাত্ যোগী হয়নি। ওদের মতো আমরা ধর্মভীরুতা দেখাই না। নিজের ধর্ম আচরণের পাশাপাশি অন্যের ধর্মকেও আমরা শ্রদ্ধা করি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.