Afghanistan: চোখ বেঁধে অত্যাচার, প্রভাবশালী আফগান মৌলবীকে গ্রেফতার তালিবানের

চোখ বেঁধে তাঁর একটি ছবি প্রকাশ করেছেন তালিবানরা।

Updated By: Aug 30, 2021, 02:34 PM IST
Afghanistan: চোখ বেঁধে অত্যাচার, প্রভাবশালী আফগান মৌলবীকে গ্রেফতার তালিবানের

নিজস্ব প্রতিবেদন: আফগান প্রদেশ তালিবান দখল করার পর আতঙ্কের পরিবেশ যেন পিছু ছাড়ছে না। এদিন তালিবানরা নিশ্চিত করেছে তারা আফগানিস্তানের জাতীয় ধর্মীয় পণ্ডিত কাউন্সিলের প্রাক্তন প্রধান মৌলবী মহম্মদ সরদার জাদরানকে গ্রেফতার করেছে। এমনকী চোখ বেঁধে তাঁর একটি ছবিও প্রকাশ করেছেন তালিবানরা। 

এর আগে, আফগানিস্তানের প্রথম মহিলা গর্ভনরকে বন্দি বানিয়েছিল জঙ্গি সংগঠনটি। তালিবানি জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আফগানিস্তানের প্রথম মহিলা গভর্নরদের একজন সালিমা মাজারি (Salima Mazari)। জেহাদিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন তিনি।

যখন গোটা আফগানিস্তান জুড়ে হানাদারি চালাচ্ছিল জঙ্গি সংগঠনটি, তখন নিজের এলাকার নিরাপত্তার ভার কাঁছে তুলে নিয়েছিলেন সালিমা মাজারি (Salima Mazari)। তালিবানদের সঙ্গে যুদ্ধে নামতে হাতে তুলে নিয়েছিলেন বন্দুক।

আরও পড়ুন, Afghanistan: তালিবান মুখপাত্রের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎকারের, প্রাণভয়ে দেশ ছাড়লেন মহিলা সাংবাদিক

বলখা প্রদেশের ছাহার কিন্ট এলাকা আলিবানদের দখলমুক্ত রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু এই নির্ভীক মহিলাকেও বন্দি বানিয়েছিলেন তালিবানরা। অন্যদিকে, তালিবানরা কাবুলের দখল নেওয়ার পরেই, দেশ ছাড়েন প্রেসিডেন্ট আরশদ ঘানি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.