আমতায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ, আহত ৬, বিজেপি কর্মীর চোখ নষ্টের আশঙ্কা

বাঁশ, রড, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় । সংঘর্ষের জেরে আহত হয়েছেন ৬ বিজেপি কর্মী ও কার্যকর্তা।

Updated By: Dec 26, 2020, 01:45 PM IST
আমতায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ, আহত ৬, বিজেপি কর্মীর চোখ নষ্টের আশঙ্কা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : বড়দিনের আনন্দ অনুষ্ঠানকে ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। 'আক্রান্ত' বিজেপি (BJP) কর্মীরা। হাওড়ার আমতা বিধানসভা এলাকার ভাটোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। 

অভিযোগ, সংঘর্ষের জেরে মাথা ফেটে যায়। পায়ের আঙুল কেটে যায়। বাঁশ, রড, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় । সংঘর্ষের জেরে আহত হয়েছেন ৬ বিজেপি কর্মী ও কার্যকর্তা। তাঁদের অমরাগড়ি বিবিধর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধরের চোটে এক বিজেপি (BJP) কর্মীর চোখ নষ্ট হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ, ১০ থেকে ১২ জন তৃণমূল কর্মী এলাকার বিজেপি কর্মীদের উপর হামলা চালান। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছে তৃণমূল স্থানীয় নেতৃত্ব।

জানা গিয়েছে, বিজেপি কর্মীদের সঙ্গে বচসা বাধে তৃণমূল কর্মী, সমর্থকদের। সেই বচসা-ই পরে হাতাহাতিতে গড়ায়। যদিও তৃণমূলের পাল্টা দাবি, তাঁদের কর্মীদের উপরই বরং চড়াও হন বিজেপি কর্মী, সমর্থকরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাটোরা এলাকায়। ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে।

আরও পড়ুন, সাংসদ সুনীল মণ্ডলের (Sunil Mondal) গাড়িকে 'বাধা', হেস্টিংসে BJP অফিস চত্বরে ধুন্ধুমার

২১ বছর TMC দলটা করেছি বলে লজ্জা করে : শুভেন্দু অধিকারী

.