BJP-র পতাকা, ব্যানার ছেঁড়ার অভিযোগ, উত্তেজনা শালবনিতে

পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব।

Updated By: Feb 11, 2021, 10:17 AM IST
BJP-র পতাকা, ব্যানার ছেঁড়ার অভিযোগ, উত্তেজনা শালবনিতে
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : রাতের অন্ধকারে বিজেপির ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পিড়াকাটা এলাকায়। 

বিজেপির অভিযোগ, বুধবার রাতে তৃণমূলের কর্মীরা তাদের দলীয় পতাকা, কর্মসূচির ব্যানার, জেলা সভাপতির হোর্ডিং সব ছিঁড়ে ফেলে দেয়। এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সাতসকালে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পিড়াকাটা ফাঁড়ির পুলিস। যদিও পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব।

প্রসঙ্গত, আজই এই এলাকায় কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে তৃণমূলের একটি সভা রয়েছে। সেই সভায় যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির। সেই সভার আগে যাতে কোনেও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে পুলিস।

আরও পড়ুন, 'অনেককিছু করেও আসন পাইনি, ভোট এলেই মালদার অঙ্কটা বদলে যায়,' আক্ষেপ Mamata-র

'টেন স্টার হোটেল রথে বিরিয়ানি-খানাপিনা-গানা', পরিবর্তন যাত্রাকে তুমুল কটাক্ষ Mamata-র

.