পুরভোট এগোতেই উত্তপ্ত আরামবাগ, বিজেপি-তৃণমূল সংঘর্ষে গুরুতর আহত ৪

সন্তবাটিতে তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় পঞ্চায়েত প্রধান-সহ গুরুতর জখম হয়েছেন চার। 

Updated By: Mar 10, 2020, 04:19 PM IST
পুরভোট এগোতেই উত্তপ্ত আরামবাগ, বিজেপি-তৃণমূল সংঘর্ষে গুরুতর আহত ৪

নিজস্ব প্রতিবেদন: পুরভোট এগিয়ে আসতেই ফের উত্তপ্ত আরামবাগ। বসন্তবাটিতে তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় পঞ্চায়েত প্রধান-সহ গুরুতর জখম হয়েছেন চার। 

আরও পড়ুন: বেপরোয়া গতিতে কাজ করেনি ব্রেক, লেকটাইনে পার্কের গেট ভেঙে খালে গাড়ি

তৃণমূল শিবিরের দাবি, মঙ্গলবার সকালে বিজেপি নেতা কিংকর পাল ও উত্তম পাত্র বহিরাগতদের নিয়ে হামলা চালান। তৃণমূল কর্মী বিশ্বজিত্‍ সরখেল, আশিস সাঁতরা ও দেবব্রত ঘোষকে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, বিজেপি নেতাকর্মীদের হাতে প্রহৃত তাঁদের পঞ্চায়েত প্রধান সঞ্জিত অধিকারীও।

হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আরামবাগের গেরুয়া শিবিরের দাবি, তাঁদের কর্মীদের ওপর প্রথম হামলা চালায় তৃণমূল। পুরভোটের আগে মিথ্যে কেসে ফাঁসাতেই মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিজেপির মণ্ডল কমিটির সভাপতি কিঙ্কর পালকে গ্রেফতার করেছে পুলিস। উল্লেখ্য, এখনও পুরভোটের দিনক্ষণ ঘোষমা হয়নি। যদিও শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর প্রশাসন, যদিও সেসব তোয়াক্কা না করেই বিক্ষিপ্ত অশান্তির ছবি চোখে পড়তে শুরু করেছে ইতিমধ্যেই।  

.