ফের তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূম

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বোলপুর থানার সিঙ্গী পঞ্চায়েতের বড়ডিহা গ্রামে বিজেপির পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। 

Updated By: Apr 1, 2019, 11:00 AM IST
ফের তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূম

নিজস্ব প্রতিবেদন: ভোটের মরসুমে ফের উত্তপ্ত নানুর বিধানসভার বড়ডিহা গ্রাম। রবিবার বিজেপির পতাকা ছিঁড়ে দেয় একদল বাইক বাহিনী। এরপরই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বোলপুর থানার সিঙ্গী পঞ্চায়েতের বড়ডিহা গ্রামে বিজেপির পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। 

আরও পড়ুন: হাতির হানায় তছনছ স্কুলবাড়ি

অভিযোগ, গ্রামে বিজেপির পতাকা টাঙ্গানোর সময় স্থানীয় তৃণমূল সভাপতির নেতৃত্বে বাইক বাহিনী এসে বিজেপির পতাকা ছিঁড়ে দেয় এবং মারধরও করী হয় বিজেপি সমর্থকদের। ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ। বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের স্থানীয় সভাপতির তরফে জানানো হয়েছে, "গ্রামে কি হয়েছে তা জানা নেই, তবে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।" প্রসঙ্গত তিনদিন আগেই গাজীদাঙাল গ্রামে বিজেপির লোকসভা ভোটের প্রস্তুতি সভায় হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

.