পঞ্চায়েত সমিতি দখল বিজেপির

পঞ্চায়েত নির্বাচনে বরাবাজার পঞ্চায়েত সমিতির ২৮ আসনের মধ্যে তৃণমূল পায় ১৪টি আসন, বিজেপি পায় ১৩টি আসন, একটি আসন পায় কংগ্রেস।  

Updated By: Jul 10, 2019, 04:16 PM IST
পঞ্চায়েত সমিতি দখল বিজেপির

নিজস্ব প্রতিবেদন:  ১৪ মাস পর অবশেষে বরাবাজার পঞ্চায়েত সমিতি দখল করল বিজেপি ।

 

পঞ্চায়েত নির্বাচনে বরাবাজার পঞ্চায়েত সমিতির ২৮ আসনের মধ্যে তৃণমূল পায় ১৪টি আসন, বিজেপি পায় ১৩টি আসন, একটি আসন পায় কংগ্রেস।  পরে বোর্ড গঠনের সময় কংগ্রেস নির্বাচিত সদস‍্য সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করলে বিজেপি তাঁকে সমর্থন করে ।তৃণমুল বিজেপির আসন সংক্ষা দাঁড়ায় ১৪,/১৪।  যার ফলে লটারির মাধ‍্যমে সভাপতি নির্বাচন  শুরু হয়।তাতে কং সদস্য রামজীবন মাহাত জিতেও যান ।

কাঁচরাপাড়া পুরসভা পুনর্দখলের পথে তৃণমূল? তুঙ্গে জল্পনা

  এর পর কি এক অদৃশ্য কারণে বাকি নির্বাচনী প্রক্রিয়া ভেস্তে যায়।তৎকালীন জেলাশাসক অলোকেশ প্রসাদ রায় নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন ।  বিষয়টি নিয়ে বিজেপি আদালতের দ্বারস্থ হন। অবশেষে উচ্চ  ন‍্যায়ালয়ের নির্দেশে প্রশাসনকে বরাবাজার পঞ্চায়েত সমিতি গঠন করার নির্দেশ দেওয়া হয়। বুধবার আনুষ্ঠানীকভাবে বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন  রামজীবন মাহাতো।

 উল্লেখ্য, বরাবাজার পঞ্চায়েত সমিতি গঠন না হওয়ার জন‍্য পুরুলিয়া জেলাপরিষদে  গঠন হয়নি কর্মাধ্যক্ষ এবং স্থায়ী সমিতি । ফলে পঞ্চায়েত সমিতি থেকে জেলাপরিষদের উন্নয়ন কাজ থমকে রয়েছে জেলার  উন্নয়নের কাজ।

.