কুয়াশার চাদরে ঢেকেছে রাজ্য, তবে কি দরজায় শীত?

Updated By: Oct 27, 2017, 03:21 PM IST
কুয়াশার চাদরে ঢেকেছে রাজ্য, তবে কি দরজায় শীত?

নিজস্ব প্রতিনিধি:  সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে রাজ্য। সঙ্গে হিমেল হাওয়ার পরশ। ভোরে স্নান করতে গিয়েও বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব! তবে কি দরজায় কড়া নাড়ছে শীত? কী বলছে হাওয়া অফিস?



আবহাওয়া দফতর সূত্রের খবর, এখনই রাজ্যে আসছে না শীত। শীত এগিয়ে আসছে এমনটাও বলা যায় না। বস্তুত, এই কুয়াশা শীতের আগমনি নয়।

তবে কেন এমনটা হচ্ছে?



বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে উচ্চচাপ অক্ষরেখা। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে উচ্চচাপ বলয়। এর জেরেই বাতাসে বাড়তি জলীয় বাষ্প ঢুকছে। চলতি সপ্তাহের প্রথম দিকে এই কারণেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়। এবার এই জলীয় বাষ্পের কারণেই কুয়াশাও তৈরি হয়েছে।  



শহর, শহরতলি ও রাজ্যের বিভিন্ন জায়গা শুক্রবার সকালে কুয়াশাচ্ছন্ন ছিল। বর্ধমানের গলসিতে কুয়াশার জেরে পথদুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। একই কারণে দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। দৃশ্যমানতা কম থাকায় ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে। আগামী দু'দিন রাজ্যে এই পরিস্থিতি থাকবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এর ফলে সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা থাকবে কলকাতা-সহ শহরতলি এলাকাগুলিও।

.