BMOH-কে পেটানোর অভিযোগ তৃণমূল নেতার সঙ্গীদের বিরুদ্ধে

সরকারি স্বাস্থ্যকেন্দ্রেও পার্টির আস্ফালন। মুর্শিদাবাদের কানাপুকুরে BMOH-কে পেটালেন তৃণমূল নেতার সঙ্গীরা। চড়, থাপ্পড়, লাঠি কিছুই বাদ গেল না। ব্লক তৃণমূল সভাপতি সহ ৫ জনের বিরুদ্ধে ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Updated By: May 6, 2017, 10:36 PM IST
BMOH-কে পেটানোর অভিযোগ তৃণমূল নেতার সঙ্গীদের বিরুদ্ধে
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : সরকারি স্বাস্থ্যকেন্দ্রেও পার্টির আস্ফালন। মুর্শিদাবাদের কানাপুকুরে BMOH-কে পেটালেন তৃণমূল নেতার সঙ্গীরা। চড়, থাপ্পড়, লাঠি কিছুই বাদ গেল না। ব্লক তৃণমূল সভাপতি সহ ৫ জনের বিরুদ্ধে ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
 
বিক্ষোভের নামে এ কী?

ভগবানগোলার কানাপুকুর স্বাস্থ্যকেন্দ্র। বিশৃঙ্খল পরিস্থিতি। কর্মীদের মনোবল তলানিতে। উপস্থিত প্রশাসনিক কর্তারা। স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে অভিযোগ ছিল এলাকাবাসীর। শনিবার সদলবলে ডেপুটেশন দিতে যান ব্লক তৃণমূল সভাপতি মোতি প্রামাণিক। অভিযোগ, কথা কাটাকাটি শুরু হলে তৃণমূল নেতার সঙ্গীরা BMOH-কে মারধর করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছন BDO। পৌছয় পুলিস। পরে পৌছন CMOH। তৃণমূল ব্লক সভাপতি মোতি প্রামাণিকের পাঁচ সঙ্গীর বিরুদ্ধে ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগ হল। ফৌজদারি তদন্ত এগোবে। আইনের পরিভাষায় এই হেনস্থা হয়তো খুব গুরুতর অপরাধ নয়। কিন্তু, BMOH-এর এই কান্না চিকিত্‍সকদের কী বার্তা দিল? থাপ্পড়টা কি শুধু মোতিউর হকের গালেই পড়ল? লাঠি টা কি শুধু তাঁর পিঠেই ভাঙল? এভাবে আস্ফালন চললে আর কোনও ভাল ডাক্তার গ্রামে যাবেন কি?

.