দশমীতে বিসর্জন দেখতে গিয়ে নৌকাডুবি কালিয়াচকে, মৃত ৩ শিশু, চলছে আরও তল্লাশি

গঙ্গা নদীর জল কালিয়াচকের বিস্তৃণ এলাকা প্লাবিত করেছে। ফলে এলাকার জলাশয়গুলিতে ভর্তি জল। এক গ্রামের  সঙ্গে অন্য গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। যোগাযোগের জন্য ব্লক প্রশাসন নৌকার ব্যবস্থা করে

Updated By: Oct 9, 2019, 11:51 AM IST
দশমীতে বিসর্জন দেখতে গিয়ে নৌকাডুবি কালিয়াচকে, মৃত ৩ শিশু, চলছে আরও তল্লাশি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কালিয়াচকে নৌকাডুবিতে ৩ জন শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। কালিয়াচক ৩নং ব্লকের বৈষ্ণবনগর থানা এলাকার চকবাহাদুরপুর গ্রামের কাছে নদীতে গতকাল সন্ধে এই ঘটনা ঘটে।

গঙ্গা নদীর জল কালিয়াচকের বিস্তৃণ এলাকা প্লাবিত করেছে। ফলে এলাকার জলাশয়গুলিতে ভর্তি জল। এক গ্রামের  সঙ্গে অন্য গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। যোগাযোগের জন্য ব্লক প্রশাসন নৌকার ব্যবস্থা করে। সেই নৌকাতেই চকবাহাদুর গ্রাম-সহ কালিতলা গ্রামের বাসিন্দারা দূর্গাপুজার দশমীর মেলাতে যায়।

আরও পড়ুন- চাওমিনে পেঁয়াজ নেই কেন? প্রশ্ন করায় বাবা-মেয়েকে বেধড়ক পেটাল দোকানদার

প্রশাসনের দেওয়া নৌকাতে প্রায় ৪০জন মতো যাত্রী ওঠে। মাঝ জলাশয়ে গিয়ে নৌকাটি বেসামাল হয়ে যায়। তখন এই দুর্ঘটনা ঘটে। বেশির ভাগ যাত্রী সাঁতরে পাড়ে ওঠে। নিখোঁজ থাকে ৩জন শিশু। খবর পেয়ে ব্লক প্রশাসনের আধিকারিক ঘটনাস্থলে যান। স্থানীয় বাসিন্দারা ও অহামরিক দপ্তরের কর্মীরা তল্লাশি শুরু করে। উদ্ধার করা হয় ওই ৩ নিকোঁজ শিশুর নিথর দেহ।

.