একমাস পর বারাসতের নিখোঁজ ছাত্রের দেহ মিলল বর্ধমানে

১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল অনির্বাণ।

Updated By: Mar 9, 2018, 06:59 PM IST
একমাস পর বারাসতের নিখোঁজ ছাত্রের দেহ মিলল বর্ধমানে

নিজস্ব প্রতিবেদন : টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল বারাসত নবপল্লির দ্বাদশ শ্রেণির ছাত্র অনির্বাণ হালদার। কিন্তু তারপর আর সে বাড়ি ফেরেনি। অবশেষে প্রায় মাসখানেক পর উদ্ধার হল নিখোঁজ ছাত্রের দেহ। বেওয়ারিশ হিসেবে বর্ধমানের মর্গে পড়েছিল অনির্বাণের দেহ। কিন্তু কীভাবে মৃত্যু হল অনির্বাণের? উত্তর নেই। পরিবারের দাবি, অনির্বাণের মৃত্যুর পিছনে রহস্য রয়েছে।

আরও পড়ুন, সোমবার এসএসসি নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলপ্রকাশ

১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল অনির্বাণ। সময় পেরিয়ে যাওয়ার পরও ঘরের ছেলে ঘরে ফেরেনি। ছেলের খোঁজে বারাসত থানায় মিসিং ডায়েরি করেছিলেন বাবা পীযুষ হালদার। খোঁজ চালাচ্ছিল পুলিসও। অবশেষে বৃহস্পতিবার অনির্বাণের খোঁজ মিলল। তবে জীবিত নয়, মৃত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ মর্গে।

আরও পড়ুন, ছুটি চাওয়া নিয়ে তুলকালাম দুই শিক্ষকের, ফাটল নাক-মাথা

মর্গে অনির্বাণের দেহ সনাক্ত করেছে পরিবার। পুলিস জানিয়েছে, শক্তিগড়ে রেল লাইনের ধার থেকে দেহ উদ্ধার করা হয়েছে। তবে, অনির্বাণের আত্মহত্যার সম্ভাবনা খারিজ করে দিয়েছে পরিবার। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।

.