নিজস্ব প্রতিবেদন: শুভেন্দুর গড়ে এবার তৃণমূলের মিছিলে 'বোমাবাজি'। লাঠি-বাঁশ দিয়ে সংঘর্ষ চলল দু'পক্ষের। জখম হলেন ৬ জন। ধুন্ধুমারকাণ্ড পূর্ব মেদিনীপুরের কাঁথিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কীভাবে গণ্ডগোলের সূত্রপাত্র? স্থানীয় সূত্রে খবর, কাঁথির দেশপ্রাণ ব্লকের দরিয়াপুরের পেটুয়াঘাট এলাকায় কালীপুজো হয়। উদ্যোক্তা, তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা। অভিযোগ,  সোমবার রাতে পুজোর প্যান্ডেলে ভাঙচুর চলে। কারা ভাঙচুর চালাল? এদিন সকালে মিছিল করে জুনপুট কোস্টাল থানায় ডেপুটেশন দিতে যাচ্ছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।


আরও পড়ুন: Bangaon: তৃণমূল নেতার দোকানে বসে টিকা দিচ্ছে হাতুড়ে ডাক্তার! প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ বিজেপির


তারপর? তৃণমূলের দাবি, তাদের মিছিল লক্ষ্য করে বোমা ছোঁড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনাকে কেন্দ্রে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকায়। বাঁশ-লাঠি নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়েন দু'পক্ষের লোকজন। শুরু হয়ে যায় ইঁট ছোঁড়াছুঁড়ি। সংঘর্ষে জখম ৬ জন। আহতদের ভর্তি করা হয়েছে। এলাকা মোতায়েন পুলিস। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে গেরুয়াশিবির। তাদের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। 


আরও পড়ুন:  Malda: একশো দিনের প্রকল্পের টাকা গায়েব! কাঠগড়ায় তৃণমূলের প্রধান ও উপপ্রধান


দিন কয়েক আগেই কাঁথির বাসন্তিয়া হাইস্কুল মাঠে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল  কাঁথি-২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। সেই সম্মেলনে বক্তব্য রাখতে গিে আবার দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, কাঁথি পুরসভার পুর প্রশাসক হরিসাধন দাস অধিকারী-সহ অনেকেই। শাসকদলের গোষ্ঠীকোন্দলে রীতিমতো তেতে ওঠে এলাকা।