Bangaon: তৃণমূল নেতার দোকানে বসে টিকা দিচ্ছে হাতুড়ে ডাক্তার! প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ বিজেপির

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বনগাঁর গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের আকাইপুর স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায়

Updated By: Nov 2, 2021, 07:06 PM IST
Bangaon: তৃণমূল নেতার দোকানে বসে টিকা দিচ্ছে হাতুড়ে ডাক্তার! প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ বিজেপির

নিজস্ব প্রতিবেদন: বাজারে একটি দোকানে বসে দেওয়া হচ্ছে কোভিড ভ্যাকসিন ৷ স্থানীয় পঞ্চায়েত প্রধানের মদতে তা দিচ্ছে এলাকারই হাতুড়ে ডাক্তার। এমনই অভিযোগ এনে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ করল বিজেপি।

আরও পড়ুন-রাজ্যে প্রধান বিরোধী BJP-ই তো? চারে তিন কেন্দ্রে জব্দ জামানত, ময়নাতদন্ত Zee ২৪ ঘণ্টার    

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বনগাঁর গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের আকাইপুর স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে অবরোধ। 

অবরোধকারী শম্ভু মজুমদারের দাবি, এদিন সকালে তারা জানতে পারেন আকাইপুর বাজারের দিলীপ রায় নামে এক তৃণমূল নেতার দোকানে বসে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বিডিও অফিস এবং স্বাস্থ্য দপ্তরে ফোন করে জানা যায় আজ আকাইপুর পঞ্চায়েত এলাকায় কোনও ভ্যাকসিনের প্রোগ্রাম নেই।

স্থানীয় বিজেপির নেতা বিকাশ ঘোষের অভিযোগ, আকাইপুর পঞ্চায়েতের প্রধান দুর্নীতি করে এই ভ্যাকসিন গুলো ওই হাতুড়ে ডাক্তারের মাধ্যমে মানুষকে টিকা দিচ্ছে। প্রধানের গ্রেপ্তারের দাবি তোলেন তারা।

আরও পড়ুন-By-Poll Results: বাংলায় চারে ৪ তৃণমূল, অন্যান্য রাজ্যেও উপনির্বাচনে বেকায়দায় গেরুয়া শিবির

অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধান উজ্জল কুমার পাল জানান, গতকাল আকাইপুরে ভ্যাক্সিনেশনের প্রোগ্রাম ছিল। সেখানে এলাকার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন থেকে গিয়েছিল কিনা আমার জানা নেই। আজকের বিষয়টি ফোনে শুনেছি। কারা ভ্যাকসিন দিচ্ছে আদৌ তা দেওয়া হচ্ছে কিনা সেটা আমার জানা নেই। এটা বলতে পারবে স্বাস্থ্য দপ্তর।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.