শুধু দা হাতেই চিতাবাঘের সঙ্গে দুঃসাহসিক লড়াই প্রৌঢ়ার

মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

Updated By: Feb 11, 2021, 05:16 PM IST
 শুধু দা হাতেই চিতাবাঘের সঙ্গে দুঃসাহসিক লড়াই প্রৌঢ়ার

নিজস্ব প্রতিবেদন: আক্ষরিক অর্থেই 'বীরাঙ্গনা'। বিশালাকার এক চিতাবাঘের সঙ্গে লড়াই করলেন এই প্রৌঢ়া। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মালবাজার (malbazar) থানার নিউগ্ল্যানকো চা-বাগানে। রেশমা খেশ নামের ওই মহিলা চা-বাগানের ভেতর ঢুকে জ্বালানির জন্য চা-গাছের ডাল জোগাড় করছিলেন। তখনই বিশালাকার ওই চিতাবাঘটি (leopard) তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। থাবা বসিয়ে দেয় তাঁর মাথায় ও হাতে। 

আরও পড়ুন: আরেকটু হলে গোটা গ্রামটাই গিলে ফেলত আগুন! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু কয়েক হাজার মুরগির

সাময়িক ঘাবড়ে গেলেও রেশমা মুহূর্তে শক্তিসঞ্চয় করে নেন। হাতে একটি দা ছিল। স্নায়ু শক্ত করে তাই দিয়েই সর্বশক্তি দিয়ে লড়তে থাকেন আক্রমণাত্মক চিতাটির সঙ্গে। প্রতিহত হয়ে এক সময় চিতাবাঘটি ওই চা-বাগানেরই ঝোপের মধ্যে ঢুকে পড়ে। এখনও পর্যন্ত এটির কোনও হদিস নেই। 

ঘটনার খবর পেয়ে বাগানের চা-শ্রমিকরা তড়িঘড়ি ছুটে যান ঘটনাস্থলে। আহত রেশমাকে দ্রুত মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তিও করেন তাঁরা। সেখানেই চিকিৎসা চলছে রেশমার।

খবর দেওয়া হয় বন দফতরেও (forest department)। বন দফতর ওই চা-বাগানেই চিতাবাঘ ধরার খাঁচা বসাবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বাঁকুড়া-মশাগ্রাম রেলরুটে শেষ Electrification-এর কাজ, অচিরেই ছুটবে ট্রেন

.