দিদির শ্লীলতাহানির প্রতিবাদ করে আক্রান্ত ভাই

দিদির শ্লীলতাহানির প্রতিবাদের জের। আক্রান্ত ভাই। এঘটনা ঘিরে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের নেপালগঞ্জ এলাকার নস্করপাড়া।

Updated By: Apr 15, 2017, 02:22 PM IST
দিদির শ্লীলতাহানির প্রতিবাদ করে আক্রান্ত ভাই

ওয়েব ডেস্ক : দিদির শ্লীলতাহানির প্রতিবাদের জের। আক্রান্ত ভাই। এঘটনা ঘিরে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের নেপালগঞ্জ এলাকার নস্করপাড়া।

স্থানীয় চড়কের মেলায় ভিড়ের মধ্যে কয়েকজন যুবক গ্রামের মেয়েদের সঙ্গে অভব্য আচরণ করছিল বলে অভিযোগ। চলে কটূক্তি, অশ্লীল আচরণ। এর প্রতিবাদ করেন ওই যুবক ও তাঁর বন্ধুরা। তাঁর দিদিও ছিলেন মেলাতেই। ওই যুবকরা তাঁর সঙ্গেও অশ্লীল ব্যবহার করে বলে অভিযোগ। প্রতিবাদের মুখে পড়ে প্রথমে পিছু হঠে অভিযুক্তরা। মেলা ছেড়ে চলেও যায়।

কিন্তু অভিযোগ, রাতে তারা ফের মেলা চত্বরে ফিরে আসে। মহিলাদের হাত ধরেও তারা টানাটানি শুরু করে। এবারও রুখে দাঁড়ালে, প্রতিবাদী যুবক ও তাঁর বন্ধুকে অভিযুক্তরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর বিষ্ণুপুর থানায় ছজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। পুলিস সব জেনেশুনেও হাত গুটিয়ে বসে। দাবি স্থানীয়দের।

আরও পড়ুন, ইতিহাস গড়ল বাংলা, গঙ্গার তলায় শুরু হয়ে গেল মেট্রো টানেল তৈরির মহাযজ্ঞ

.