দুর্যোগেও সীমান্ত রক্ষায় অবিচল BSF
ওয়েব ডেস্ক: পুনর্ভবার স্রোতে জলের তলায় ৬-৬টা বর্ডার আউটপোস্ট। অগাধ জলে হারিয়ে গিয়েছে কাঁটাতারের বেড়া। তবু ডিউটি থেমে নেই। মালদার হবিবপুর সীমান্তে কোথাও কোমর জলে, কোথাও বুক জলে দাঁড়িয়ে ডিউটি করছে BSF।
'DUTY UNTO DEATH', এটাই হল বর্ডার সিকিওরিটি ফোর্সের ক্যাচলাইন। দুর্যোগের মধ্যেও সীমান্তরক্ষীবাহিনী তাঁদের ডিউটি করে চলেছে। লুরঘাট থেকে নেমে আসা আত্রেয়ীর জল পুনর্ভবা, টাঙন হয়ে মহানন্দায় মেশে। সেই পুনর্ভবা এখন ফুলে ফেঁপে ভয়ঙ্কর চেহারা নিয়েছে। প্লাবিত বামনগোলা ব্লকের বিস্তীর্ণ এলাকা। হবিবপুরে বাংলাদেশ সীমান্তে BSF এর ৬টি আউটপোস্ট ডুবে গিয়েছে। খুটাদহ, জেজেপুর, টিকিয়াপাড়া, কেদারিপাড়া, আগ্রাহরিশ্চন্দ্রপুর, পান্নাপুরে BOP ভাসছে। কিন্তু তার জন্য তো আর ডিউটি বন্ধ থাকতে পারে না!
সীমান্তের কাঁটাতারও জলের তলায়। ভূখণ্ডের সীমানা চিনতে গিয়ে সমস্যায় পড়ছে BSF। প্রতিকূলতার মধ্যেই চলছে টহলদারি। BSF সূত্রে খবর, বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে জলপথে অনুপ্রবেশ হতে পারে। বাংলাদেশি জঙ্গিরা রাজ্যে ঢোকার জন্য এই পরিস্থিতির পুরোদস্তুর সুযোগ নিতে পারে, তাই পাহারায় খামতি নেই।