close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

নিজের দোকানের ভিতরে খুন ব্যবসায়ী, নিহত 'বিজেপি' কর্মী

মৃতের মেয়ে বলছেন, তাঁর বাবা কোনও দল বা রাজনীতি করতেন না। অন্যদিকে ছেলে সঞ্জয় পাল আবার বলেন, বর্তমানে বিজেপির সঙ্গে বাবার মেলামেশা ছিল।

Updated: Jun 22, 2019, 12:31 PM IST
নিজের দোকানের ভিতরে খুন ব্যবসায়ী, নিহত 'বিজেপি' কর্মী

নিজস্ব প্রতিবেদন : এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। মৃতের নাম গোপাল পাল (৫০)। বাড়ি খণ্ডঘোষের বেড়ুগ্রামে। শুক্রবার রাতে বেড়ুগ্রামের দিঘির পাড় বাজারে তার দোকানের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার হয়।

বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দোকানের ভিতর ঢুকে খুন করেছে গোপাল পালকে। রাতে বিজেপির কর্মী সমর্থকরা গাছে গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয়। মৃতদেহ উদ্ধার করে খণ্ডঘোষ থানায় নিয়ে যায় পুলিস।

আরও পড়ুন, বিজেপি কর্মীকে পিটিয়ে 'খুন' আমডাঙায়, পুলিস বলছে ২ মদ্যপের মারামারিতে মৃত্যু

বিজেপির দাবি, নিহত গোপাল পাল তাদের সমর্থক। কিন্তু মৃতের মেয়ে জানিয়েছেন, তাঁর বাবা কোনও দল বা রাজনীতি করতেন না। অন্যদিকে ছেলে সঞ্জয় পাল আবার বলেন, বর্তমানে বিজেপির সঙ্গে বাবার মেলামেশা ছিল। খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। বিজেপির তোলা খুনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।