রাজ্য মন্ত্রিসভায় রদবদল, রবীন্দ্রনাথ - গৌতমের ডানা ছাঁটছেন মমতা, ফিরছেন সুব্রত

সূত্রের খবর, এবারের রদবদলে ৮-১০ জন মন্ত্রীর ডানা ছাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে সব থেকে বেশি কোপ পড়তে পারে উত্তরবঙ্গের মন্ত্রীদের ওপর। ডানা ছাঁটা হতে পারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও পর্যটন মন্ত্রী গৌতম দেব। 

Updated By: May 28, 2019, 05:39 PM IST
রাজ্য মন্ত্রিসভায় রদবদল, রবীন্দ্রনাথ - গৌতমের ডানা ছাঁটছেন মমতা, ফিরছেন সুব্রত

নিজস্ব প্রতিবেদন: রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদলের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত ফাইল মঙ্গলবার নবান্ন থেকে রাজভবনে পাঠানো হয়েছে। সূত্রের খবর, পঞ্চায়েত দফতরের দায়িত্বে ফেরানো হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়কে। 

 

লোকসভা নির্বাচনের পর দলীয় বৈঠকে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বাদ পড়েননি দলনেত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কাছ থেকে একাধিক দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে। এছাড়াও একাধিক দলীয় নেতার পদ কেড়ে নিয়েছেন দলনেত্রী। এবার পালা মন্ত্রীদের। 

সূত্রের খবর, এবারের রদবদলে ৮-১০ জন মন্ত্রীর ডানা ছাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে সব থেকে বেশি কোপ পড়তে পারে উত্তরবঙ্গের মন্ত্রীদের ওপর। ডানা ছাঁটা হতে পারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও পর্যটন মন্ত্রী গৌতম দেব। 

বন্দুক ঠেকিয়ে বিজেপিতে টানা হচ্ছে, দাবি জ্যোতিপ্রিয়র

পাশাপাশি পঞ্চায়েত দফতরের দায়িত্ব ফিরে পাচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়। দায়িত্ব বাড়তে চলেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। 

রাজভবন সূত্রের খবর, বর্তমানে প্রয়াগরাজে রয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। তিনি ফিরলে মুখ্যমন্ত্রীর সুপারিশে সই করবেন। 

.