বন্দুক ঠেকিয়ে বিজেপিতে টানা হচ্ছে, দাবি জ্যোতিপ্রিয়র

মঙ্গলবার জ্যোতিপ্রিয় বলেন, 'বিজেপিতে যাঁরা যোগ দিয়েছেন তাঁরা কি মন থেকে গিয়েছে? তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছে।'

Updated By: May 28, 2019, 04:35 PM IST
বন্দুক ঠেকিয়ে বিজেপিতে টানা হচ্ছে, দাবি জ্যোতিপ্রিয়র

নিজস্ব প্রতিবেদন: মাথায় বন্দুক রেখে বিজেপিতে যোগদান করানো হয়েছে ভাটপাড়ার তৃণমূলি কাউন্সিলরদের। মঙ্গলবার দলীয় বৈঠক শেষে এমনটাই বললেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। 

মঙ্গলবার জ্যোতিপ্রিয় বলেন, 'বিজেপিতে যাঁরা যোগ দিয়েছেন তাঁরা কি মন থেকে গিয়েছে? তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছে।'

 

জ্যোতিপ্রিয়র হুঙ্কার, '২০২১-এ আমরা দেখিয়ে দেব। ভুলে যাবেন না ২০০৪ সালে লোকসভায় আমাদের মাত্র ১ জন সাংসদ ছিল।' 

সিপিএম-তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিধায়ক

বলে রাখি, গত বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফল বেরোতেই বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে পশ্চিমবঙ্গজুড়ে। তৃণমূলের ঘর সব থেকে বেশি ভেঙেছে উত্তর ২৪ পরগনায়। মঙ্গলবারই ব্যারাকপুর শিল্পাঞ্চলের ৪টি পুরসভার ৬০-এর বেশি কাউন্সিলর এদিন বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক শুভ্রাংশু রায় ও বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ তুষার ভট্টাচার্য। এছাড়া হেমতাবাদের বাম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। 

.