নিজস্ব প্রতিবেদন: গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) আয়োজন নিয়ে রাজ্যের প্রাথমিক রিপোর্টে সন্তুষ্ট আদালত। করোনা আবহে এবার ই-স্নানের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রধান বিচারপতি T. B. Radhakrishnan-র ডিভিশন বেঞ্চের মন্তব্য, পূর্ণ্যার্থীদের ই-স্নানে উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্য়বস্থা করুক রাজ্য। মেলা কি হবে? মুখ্য়সচিবের রিপোর্টের ভিত্তিতে ১৩ তারিখ চূড়ান্ত রায় ঘোষণা করবে হাইকোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য,  আগামী শনিবার, ৯ জানুয়ারি গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) শুরু হওয়ার কথা। করোনা আবহে জোরকদমে চলছে মেলার প্রস্তুতি। হাসপাতাল, র‌্যাপিড পরীক্ষার ব্যবস্থা, কোয়ারেন্টিন সেন্টার ও সেফ হোম, এমনকী, মৃতদেহ সৎকারের জন্য় চুল্লি ও কবরস্থান, মেলার মাঠকে পরিচ্ছন্ন রাখতে একগুচ্ছ পদক্ষেপও করেছে রাজ্য সরকার। কিন্তু ঘটনা হল, গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণকে সম্পূর্ণ কনটেনমেন্ট জোন করার আর্জি জানিয়ে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে।


আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্যের


বৃহস্পতিবার সেই মামলাটির শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি T. B. Radhakrishnan। দিনভর সওয়াল-জবাবের পর প্রধান বিচারপতি T. B. Radhakrishnan সাফ জানিয়ে দেন, 'যদি আমরা মনে করি যে করোনার (Coronavirus) হাত থেকে পুণ্যার্থীদের রক্ষা করার জন্য রাজ্য যে যে পদক্ষেপ করেছে বা করতে চলেছে তাতে মানুষ সুরক্ষিত থাকবে না, তাহলে উৎসব বন্ধের নির্দেশ আমরা দেব। দুর্গাপুজো, ছটপুজার সঙ্গে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) পরিস্থিতির তুলনা হয় না। একমাত্র কুম্ভমেলার সঙ্গে এর তুলনা হয়। বাকি পুজোগুলিতে এত বিপুলসংখ্যক মানুষ স্নান করতে নামেন না। তাই বিকল্প খুঁজুন, প্রয়োজনে মানুষ জল নিয়ে বাড়ি ফিরতেও পারে!' তিনি আরও বলেন, "মানুষের জীবন আগে, বিশ্বাস তারপর। আমরা প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বেশি চিন্তিত। করোনাভাইরাস (Coronavirus) মানুষের মুখ ও নাক নিঃসৃত ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। অনেক মানুষ একসঙ্গে স্নান (Gangasagar Snan) করতে নামলে নাক ও মুখ নিঃসৃত তরল সহজেই জলে মিশে যাবে। আর সেটা একটা বড় অংশের মানুষকে সংক্রমিত করতে পারে।'


আরও পড়ুন: এপ্রিলেই কি বিধানসভা ভোট? বাংলায় ফের আসছেন উপ নির্বাচন কমিশনার


প্রসঙ্গত, করোনা আবহে ইতিমধ্যেই গঙ্গাসাগরে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোভিড পরিস্থিতি সকলকে ভার্চুয়ালি Gangasagar দর্শনের আর্জি জানিয়েছেন তিনি