Kalimpong: পাহাড়ি রাস্তায় ব্রেক ফেল! ১২ যাত্রী নিয়ে খাদে পড়ল গাড়ি

স্থানীয়রাই আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক।

Updated By: May 8, 2022, 07:10 PM IST
Kalimpong: পাহাড়ি রাস্তায় ব্রেক ফেল! ১২ যাত্রী নিয়ে খাদে পড়ল গাড়ি

নিজস্ব প্রতিবেদন: পাহাড়ি রাস্তায় খাদে পড়ল গাড়ি। গুরুতর আহত ১২ জন। যাদের মধ্যে ৫ জন শ্রমিক রয়েছেন। 

জানা গিয়েছে, কালিম্পংয়ের চুইখিমের রাস্তায় রবিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের বাড়ি কোচবিহারে। আহতদের নাম পবিত্র বর্মন, অমল বর্মন, সুভাষ বর্মন ইত্যাদি। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক।

সুদীপ ছেত্রী জানান, রবিবার হাটের দিন ওদলাবাড়ি থেকে ১২ জন প্যাসেঞ্জার নিয়ে চুইখিম যাচ্ছলেন তিনি। পাহাড়ি রাস্তায় ব্রেক ফেল হওয়ায় খাদে পড়ে যায় গাড়িটি। আর তাতেই সকলে আহত হয়েছেন। আহতদের মধ্যে ছ'জনের বাড়ি চুইখিম এলাকায়। চুইখিম এলাকায় রাস্তা তৈরির ঠিকাদার সংস্থার কর্মী বিকাশ বর্মন জানান, রবিবার বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.