আসানসোলের মেয়রের জরিমানা চেয়ে মামলা হাইকোর্টে
ন্য়ূনতম ৫ লক্ষ টাকা জরিমানা দাবি করা হয়েছে।
![আসানসোলের মেয়রের জরিমানা চেয়ে মামলা হাইকোর্টে আসানসোলের মেয়রের জরিমানা চেয়ে মামলা হাইকোর্টে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/23/376455-asansol.jpg)
নিজস্ব প্রতিবেদন : নাগরিক পরিষেরা নিয়ে অভিযোগ। আসানসোলের মেয়রের জরিমানা চেয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ন্য়ূনতম ৫ লক্ষ টাকা জরিমানা দাবি করা হয়েছে।
মামলা দায়ের করেছেন আসানসোল পুরসভার বিরোধী নেত্রী চৈতালি তিওয়ারি। ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেপির চৈতালি তিওয়ারি আসানসোলের প্রাক্তন কাউন্সিলর জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী। সোমবার কলকাতা হাইকোর্টের
বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে মামলা দায়ের করেন তিনি।
আসানসোল মেয়রের বিরুদ্ধে অভিযোগ, ২৫ ফেব্রুয়ারি আসানসোল পুরসভার নতুন মেয়র হিসেবে শপথ নিয়েছেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। শপথের পর ২ মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও গঠিত হয়নি মেয়র পারিষদ বর্গ। যার ফলে ঠিকমতো নাগরিক পরিষেবা মিলছে না বলে অভিযোগ।
নাগরিক পরিষেবা নিয়ে অসন্তোষ ও পাশাপাশি আইন ভাঙার অভিযোগও উঠেছে মেয়রের বিরুদ্ধে। গোটা ঘটনায় হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করে ও জরিমানা চেয়ে মামলা করেছেন বিরোধী নেত্রী। ৯ জুন মামলাটির শুনানি সম্ভাবনা।
আরও পড়ুন, Suvendu Adhikari: সোমবার নবান্নের বৈঠকে যাবেন? কী বললেন বিরোধী দলনেতা শুভেন্দু?
SSC New Exam Rule: SSC পরীক্ষা পদ্ধতিতে 'বড়সড়' বদল, নয়া নিয়ম কী?