বীরভূম পুলিসের কীর্তি ফাঁস করলেন গরু পাচারের অভিযুক্ত

ঘটনা বীরভূমের সিউড়ি-পুরন্দরপুর সড়কের। শনিবার রাতে সেখান থেকে ২টি গরু গরুবোঝাই ট্রাক আটক করে সিউড়ি থানার পুলিস। গ্রেফতার করা হয় ২ গরুপাচারকারীকে। গরুগুলিকে পুরন্দরপুর খামারে পাঠিয়ে ধৃতদের নিয়ে যাওয়া হয় সিউড়ি থানায়। 

Updated By: Jul 8, 2018, 04:25 PM IST
বীরভূম পুলিসের কীর্তি ফাঁস করলেন গরু পাচারের অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদন: গরু পাচারকারীদের হাতে নাতে ধরে বিপাকে খোদ পুলিসই। ঘটনা বীরভূমের পুরন্দরপুরের। 'গোপন সূত্রে' গরু পাচারের খবর পেয়ে শনিবার রাতে ২টি ট্রাক আটক করেন সিউড়ি থানার পুলিসকর্মীরা। উদ্ধার হয় ২৫টি গরু। গ্রেফতার করা হয় ২ জনকে। ওদিকে গ্রেফতার হয়ে হতবাক ২ গরুপাচারকারী। তাদের কথায়, রোজই তো টাকা দিলে গরু ছেড়ে দেয়। আজ কেন ধরল কে জানে? 

ঘটনা বীরভূমের সিউড়ি-পুরন্দরপুর সড়কের। শনিবার রাতে সেখান থেকে ২টি গরু গরুবোঝাই ট্রাক আটক করে সিউড়ি থানার পুলিস। গ্রেফতার করা হয় ২ গরুপাচারকারীকে। গরুগুলিকে পুরন্দরপুর খামারে পাঠিয়ে ধৃতদের নিয়ে যাওয়া হয় সিউড়ি থানায়। 

খুনের হুমকি দিয়ে বারবার ধর্ষণ সপ্তম শ্রেণির ছাত্রীকে, অপমানে আত্মঘাতী কিশোরী

সেখানেই পুলিসের হাটে হাড়ি ভাঙেন অভিযুক্তরা। তাঁদের দাবি, পুলিসকে ঘুষ দিয়ে দীর্ঘদিন ধরে এই কারবার চালাচ্ছেন তাঁরা। গরুপিছু ৫০০ টাকা করে নিয়ে ছেড়ে দেওয়া হয় ট্রাকগুলি। কিন্তু শনিবার রাতে কিছুতেই ছাড়ল না। গরুপিছু ১,০০০ টাকা করে দেওয়ার প্রস্তাব দিলেও রাজি হননি পুলিসকর্মীরা। এক পাচারকারীর কথায়, পুলিসের এক আধিকারিক জানান, উপরমহলের চাপ আছে।  

.