Bogtui Dog: 'বদলাপুর' বগটুইয়ে নতুন জীবন, পলাতক অভিযুক্তের পোষ্যকে উদ্ধার CBI-র
অভিযুক্ত লালন শেখের বাড়িতে তদন্তকারীরা।
বিক্রম দাস: প্রথমে খুন। তারপর একের পর এক পুড়িয়ে মারা। বদলাপুর বগটুই। রক্তাক্ত বগটুই। সেই বগটুইয়েই নতুন জীবনের কাহিনি। জীবন ফিরে পাওয়ার গল্প।
নোবেলজয়ী সাহিত্যিক অরহ্যান পামুক বলেছিলেন, 'কুকুররাও বলতে পারে। বলে শুধুমাত্র তাঁদের সঙ্গে যাঁরা শুনতে জানেন'। এই কুকুরটাও হয়ত বলেছিল। কিন্তু, তার কথা শোনার জন্য কেউ ছিল না। ছিল না তার প্রভু লালন শেখ।
আরও পড়ুন: Bhadu Sheikh Murder: ভাদু শেখ খুনে অভিযুক্তদের জেরা! 'ব্রহ্মাস্ত্র' হাতে পেলেন তদন্তকারীরা
কে এই লালন শেখ? বগটুইয়ে পুড়িয়ে মারার ঘটনায় অন্যতম অভিযুক্ত। ২১ মার্চের সেই ভয়ঙ্কর রাতের পর থেকেই পলাতক সে। বাড়িতে তালা। সেই থেকে বাড়িতে বন্দি এই কুকুর। সে ভাদু শেখের খুনের ঘটনা জানে না। পুড়িয়ে মারার ঘটনাও জানে না। শুধু জানে যে, সে এখন একা।
আরও পড়ুন: Rampurhat Massacre: রামপুরহাট কাণ্ডে CBI-এর স্ক্যানারে দমকলও, উঠছে একাধিক প্রশ্ন
এদিন তালা ভেঙে লালনের বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। উদ্ধার করেন এই কুকুরটিকে। অনেকদিন পরে মুখের সামনে খাবার। তেষ্টা মেটাতে জল। সঙ্গে একটু আদর। পুড়িয়ে মারায় অভিযুক্ত লালন পলাতক। তার পোষ্যটি নতুন জীবন ফিরে পেল। বদলাপুর বগটুইয়ে এ এক জীবন ফিরে পাওয়ার গল্প।