বাগডোগরা বায়ুসেনা ঘাঁটিতে চিতাবাঘের হামলা, গুরুতর জখম এক কর্মী

কার্শিয়াং বনবিভাগের DFO হরিকৃষ্ণ জানান, বৃহস্পতিবার সকালে বাগডোগরা সেনাছাউনিতে চিতা বাঘের হামলার ঘটনা ঘটে।ঘটনার পর বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘের খোঁজ চালাচ্ছে।

Updated By: Jul 22, 2021, 04:31 PM IST
বাগডোগরা বায়ুসেনা ঘাঁটিতে চিতাবাঘের হামলা, গুরুতর জখম এক কর্মী

নিজস্ব প্রতিবেদন: জঙ্গল সাফ করার সময় আচমকাই ঘাড়ে লাফিয়ে পড়ল চিতাবাঘ। গুরুতর জখম বাগডোগরা বায়ুসেনা ঘাঁটির এক সাফাই কর্মী। চিতাবাঘটি গোবিন্দ সিংহ(৫০) নামে ওই কর্মীর গলায় আঘাত করেছে। গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন- ঈদে ছাগলের দাম ৫ লক্ষ ৫০ হাজার, দুর্মূল্যের কারণ তার ডায়েট চার্ট

ইদানিং শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা জুড়ে মাঝেমধ্যেই চিতাবাঘের হামলার ঘটনা ঘটছে। কিছুদিন আগে শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নং ওয়ার্ডে একটি বাড়িতে চিতাবাঘ ঢুকে পড়ে। সেখানেও আহত হন বেশ কয়েক জন । পরে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে বাগডোগরা বায়ুসেনার সেনা ছাউনিতে গোবিন্দ সিংহ নামে ওই কর্মীর উপরে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। হাসপাতাল সূত্রে খবর আহত শ্রমিকের গলা ও পিঠে  আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার খবর পাওয়ার পরেই বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা গিয়ে চিতাবাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে ।

আরও পড়ুন-উচ্চমাধ্যমিকের পাশের হার ৯৭.৬৯%, এককভাবে সর্বোচ্চ ৪৯৯ নম্বর মুর্শিদাবাদের ছাত্রীর 

কার্শিয়াং বনবিভাগের DFO হরিকৃষ্ণ জানান, বৃহস্পতিবার সকালে বাগডোগরা সেনাছাউনিতে চিতা বাঘের হামলার ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছে এক শ্রমিক। ঘটনার পর বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘের খোঁজ চালাচ্ছে। তবে গভীর জঙ্গল হওয়ার কারণে বাঘটিকে খুঁজতে সময় লাগছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.