উচ্চমাধ্যমিকের পাশের হার ৯৭.৬৯%, এককভাবে সর্বোচ্চ ৪৯৯ নম্বর মুর্শিদাবাদের ছাত্রীর

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের (Higher Secondary) রেজাল্ট। 

Updated By: Jul 22, 2021, 03:44 PM IST
উচ্চমাধ্যমিকের পাশের হার ৯৭.৬৯%, এককভাবে সর্বোচ্চ ৪৯৯ নম্বর মুর্শিদাবাদের ছাত্রীর

নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত হল এবারের উচ্চমাধ্যমিকের (Higher Secondary) রেজাল্ট। এ বছর পাশের হার ৯৭.৬৯%। প্রথম দশের মধ্যে আছে ৮৬ জন পড়ুয়া। ৫০০-য় সর্বোচ্চ নম্বর ৪৯৯। মুর্শিদাবাদের এক ছাত্রী এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছে বলে জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস। তিনি বলেন,'আজ বিকেল ৪টে থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট থেকে মার্কশিটের প্রতিলিপি সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা।'       

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (Higher Secondary) সভাপতি ঘোষণা করেন,'মোট ছাত্রছাত্রী ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। পাশের হার ৯৭.৬৯%। ছাত্রদের পাশে হার ৯৭.৭০%। প্রায় সমান পাশের হার ছাত্রীদের। রাজ্যের সমস্ত জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। ফাস্ট ডিভিশন বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রী ৬০%। যা আগের বছরের তুলনায় কিছুটা কম। কলা বিভাগে উত্তীর্ণ হয়েছে ৯৭.৩৯ শতাংশ। ৯৯.২৮ শতাংশ উত্তীর্ণ বিজ্ঞান বিভাগে। বাণিজ্য বিভাগে উত্তীর্ণ হয়েছে ৯৯.৮ শতাংশ। প্রথম দশে আছে ৮৬ জন পড়ুয়া। ৫০০-য় সর্বোচ্চ নম্বর ৪৯৯। এবার এককভাবে প্রথম হয়েছেন মুর্শিদাবাদের এক ছাত্রী।'     

ফলাফল নিয়ে অসন্তুষ্ট হলে রিভিউ করার সুযোগ থাকছে ছাত্রছাত্রীদের। মহুয়া দাস জানান,'নির্ধারিত সময়ের মধ্যে বেশ কিছু স্কুল সংসদে একাদশ শ্রেণির রেজাল্ট পাঠায়নি। শেষ মুহূ্র্তে ২০২০ সালের রেজাল্ট জুনের শেষে অর্থাৎ একবছর পরে সংসদে জমা দিয়েছেন। এই বেশ কিছু স্কুলের পাঠানো একাদশ শ্রেণির রেজাল্টে ত্রুটিবিচ্যুতি ও অসঙ্গতি ধরা পড়েছে। আবার কিছু বিদ্যালয় এতটাই ত্রুটিপূর্ণ নম্বর পাঠিয়েছে যে তা মাত্রাতিরিক্ত হয়েছে। তা সংশোধনযোগ্য বলে মনে হয়েছে বলে সংশোধন করেছে সংসদ। এই সব বিদ্যালয়ের রেজাল্ট হয়তো আটকানো যেত। কিন্তু আমরা সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে সামগ্রিকভাবে সকল ছাত্রছাত্রীদের সুবিচার হয় সেই অনুযায়ী ফল প্রকাশ করছি। এর পরেও কোনও বিদ্যালয়ের আপত্তি থাকলে ২০২০ সালে সংসদের ইমেলে পাঠানো মূল রেজাল্টের স্ক্যান কপি ও একাদশ শ্রেণির উত্তরপত্র-সহ আবেদনপত্র ২৬ জুলাই বেলা ৩টের মধ্যে প্রধান শিক্ষক বা শিক্ষিকা আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করবেন। উত্তরপত্রগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংসদ। তার পর ফল চূড়ান্ত বলে বিবেচিত হবে। শুধুমাত্র লিখিত উত্তরপত্রের রিভিউ হয়।'

আরও পড়ুন- প্রকাশিত হল Madhyamik 2021-এর রেজাল্ট, পাশের হার ১০০ শতাংশ

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

 

 

.