100 Days Work: 'মানবিক মুখ্যমন্ত্রী!' অবশেষে অ্যাকাউন্টে ঢুকেছে ১০০ দিনের কাজের টাকা
দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন শ্রমিকরা। এতে দারুন খুশি গ্রামের মানুষ। ঘরে ঘরে উৎসবের আমেজ রয়েছে।
প্রদ্যুৎ দাস: অবশেষে শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকেছে ১০০ দিনের কাজের টাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তের মানুষ মোবাইল এসএমএসের মাধ্যমে দেখতে পাচ্ছেন নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। বহু উপভোক্তা-সহ জেলা তৃণমূল নেতারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রীকে। লোকসভা ভোটের আগে আই ওয়াশ কটাক্ষ বিজেপির।
আরও পড়ুন, Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার বিতর্ক! সভায় মহিলাদের কাছ থেকে আধার সংগ্রহের অভিযোগ
দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন শ্রমিকরা। এতে দারুন খুশি গ্রামের মানুষ। ঘরে ঘরে উৎসবের আমেজ রয়েছে। জানা যাচ্ছে, আগামী ১ মার্চের মধ্যেই সমস্ত শ্রমিকদের টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার।জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার জানান, সদর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রায় ৮০০০ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের টাকা দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ২ কোটি ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মানুষদের। টাকা পেয়েছেন বারোপাটিয়া নতুনবস, খারিজা বেরুবাড়ি ২ নম্বর, অরবিন্দ, খারিজা বেরুবাড়ি দক্ষিণ ও বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শ্রমিকরা। এই প্রক্রিয়ার মাধ্যমে বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টেও ১০০ দিনের কাজের বকেয়া মজুরির টাকা পাঠানোর কাজ চলছে।
জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয়কুমার রায় বলেন, রাজনৈতিক কারণে দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সরকার গ্রামের মানুষের অধিকার আটকে রেখেছিল। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে ১০০ দিনের কাজের সমস্ত বকেয়া মজুরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে।
এদিকে ১০০ দিনের টাকার মোবাইলে মেসেজ আসতেই ব্যাংকে টাকা তোলার হিড়িক উপভোক্তাদের। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে দারুন খুশি প্রকাশ করেছেন জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ১০০ দিনের কাজ করেছেন এমন বহু মানুষ। তারা চান ১০০ দিনের কাজ। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান রাজেশ মন্ডল বলেন, মানবিক মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যা বলে কথা রাখে। ১০০ দিনের টাকা ঢোকা শুরু হয়েছে। আজ করেছে যারা তারা সকলেই ধীরে ধীরে টাকা পেয়ে যাবে।'
এ প্রসঙ্গে জেলা বিজেপি নেতা শ্যাম প্রসাদ জানান, 'লোকসভা ভোটের আগে এগুলো আই ওয়াশ। জেলার বহু তৃণমূল নেতা কর্মীরা কাট মানি খেয়ে খেয়ে বাড়ি, গাড়ি, নারী নিয়ে মজা করছে। মানুষ এর উত্তর দেবে লোকসভা ভোটে।'
আরও পড়ুন, Suvendu Adhikari: বিজেপিতে ঘর ওয়াপসি সৌমেন রায়ের, সন্দেশখালি অভিযানের দিন ঘোষণা শুভেন্দুর!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)