Children Death: জ্বরের উপসর্গ নিয়ে মালদহ মেডিক্যালে ৩ শিশুর মৃত্যু, ভর্তি শতাধিক

মালবাজারের জ্বরে আক্রান্ত শিশুর সংখ্য়া বাড়ছে। 

Updated By: Sep 16, 2021, 02:01 PM IST
Children Death: জ্বরের উপসর্গ নিয়ে মালদহ মেডিক্যালে ৩ শিশুর মৃত্যু, ভর্তি শতাধিক

নিজস্ব প্রতিবেদন: মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন শিশুর মৃত্যু। হাসপাতাল সূত্রে খবর, তারা প্রত্য়েকেই জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। প্রায় শতাধিক শিশু জ্বরের উপসর্গ নিয়ে মালদহ হাসপাতালে ভর্তি।

জানা গিয়েছে, বুধবার রাতে দু'জন এবং বৃহস্পতিবার সকালে একজন শিশু মারা গিয়েছে। মৃত তিন শিশুই সদ্যজাত ছিল। কারও বয়স ৭ বছর, কারও বয়স ৫ বছর। তাদের শুকনো কাশি ও শ্বাসকষ্টও ছিল। শিশুদের এই জ্বরের চিকিৎসা করতে ইতিমধ্যে তৎপর হয়েছে মালদহ মেডিক্য়াল কলেজ কতৃপক্ষ। শিশুরোগ বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের সঙ্গেও কথা বলা হচ্ছে।  

আরও পড়ুন: Post-Poll Violence Case: CBI-এর মুখোমুখি হতে হলদিয়ায় তৃণমূল নেতা Sheikh Sufian

আরও পড়ুন: Durga Puja 2021: পুজোয় বেশ কয়েকদিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে Belur Math

কেবল মালদহ নয়, মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এবং মাল ব্লকের ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রেও বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা। বৃহস্পতিবার সকাল থেকে লম্বা লাইন। অনেক মহিলা জানান, ওষধ দিলে জ্বর কমে যাচ্ছে। কিন্তু দু-তিন ঘণ্টা পরেই আবার জ্বর আসছে।

.