বাতিল উত্তরবঙ্গ থেকে শিয়ালদহগামী অধিকাংশ দূরপাল্লার ট্রেন, দেখে নিন এক নজরে
রেল সূত্রে খবর, হাওড়া থেকেও উত্তরবঙ্গে বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে
![বাতিল উত্তরবঙ্গ থেকে শিয়ালদহগামী অধিকাংশ দূরপাল্লার ট্রেন, দেখে নিন এক নজরে বাতিল উত্তরবঙ্গ থেকে শিয়ালদহগামী অধিকাংশ দূরপাল্লার ট্রেন, দেখে নিন এক নজরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/12/15/223952-8.jpg)
নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব আইনের প্রতিবাদে শনিবারের পর রবিবারও বিক্ষোভে তোলপাড় মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূমের একাংশ। উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর, আখড়ায়। বিক্ষোভের কথা মাথায় রেখে উত্তরবঙ্গ থেকে অধিকাংশ ট্রেন বাতিল করল উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেল।
আরও পড়ুন-রণক্ষেত্র রাজধানী, পুলিস-বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, লাঠিচার্জ, পুড়ছে বাস
রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার, সোম ও মঙ্গলবার উত্তবরঙ্গ থেকে শিয়ালদহগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও রেল সূত্রে খবর, হাওড়া থেকেও উত্তরবঙ্গে বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। দেখে নিন তালিকা-
রবিবার বাতিল করা হল (ডাউন)
নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল।
নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক।
উত্তরবঙ্গ এক্সপ্রেস।
কাঞ্চনকন্যা এক্সপ্রেস
দার্জিলিং মেল(আপ)
পদাতিক এক্সপ্রসে(আপ)
সোমবার (ডাউন)
তেভাগা এক্সপ্রেস(সোম ও মঙ্গল)
মঙ্গলবার(ডাউন)
হামসফর এক্সপ্রেস
গুয়াহাটি-ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস
কাঞ্চনজঙ্ঘা-আগরতলা
বৃহস্পতিবার(ডাউন)
গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস
সরাইঘাট এক্সপ্রেসের যাত্রাপথ কম করা হয়েছে।
হলদিবাড়ি এক্সপ্রেস
আজিমগঙ্গ-নিউ ফরাক্কা সেকশন
বাতিল (রবিবার)
আপ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস
শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস
আপ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস।
শিয়ালদহ-সহার্স হাটে বাজারে এক্সপ্রেস
আপ হাওড়া কাটিহার এক্সপ্রেস
নবদ্বীপধাম-মালদা টাউন এক্সপ্রেস