কয়লা ও গরু পাচারের টাকা বিনিয়োগ টলিউডেও, একাধিক সিনেমা প্রযোজনা বাগাড়িয়ার
এ ছাড়াও একাধিক music অ্যালবামেও টাকা ঢেলেছিলেন বাগাড়িয়া। বালিগঞ্জ কোর্টের প্রোডিউসার হিসেবে বাগড়িয়ার নাম রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: কয়লা ও গরু পাচারের টাকা খেটেছে টলিউড ইন্ডাস্ট্রিতেও। সিবিআই সূত্রে খবর, টলিউডের দুটো সিনেমায় টাকা ঢেলেছিলেন গনেশ বাগাড়িয়া। বালিগঞ্জ কোর্ট ও আরেকটি বাংলা সিনেমাতে তিনি টাকা দেন। দ্বিতীয় সিনেমাটি রিলিজ করেনি বলেই খবর। এ ছাড়াও একাধিক music অ্যালবামেও টাকা ঢেলেছিলেন বাগাড়িয়া। বালিগঞ্জ কোর্টের প্রোডিউসার হিসেবে বাগড়িয়ার নাম রয়েছে।
আরও পড়ুন: বয়ানে অসঙ্গতি, জুনিয়র মৃধার বাবা-মার সামনে প্রিয়াঙ্কাকে জেরা করবে CBI
কয়লাকাণ্ডে এবার সিবিআই-এর ব়্যাডারে অন্যতম অভিযুক্ত গনেশ বাগাড়িয়া। সূত্রের খবর, গত সপ্তাহেই দেশে ফিরেছেন তিনি। শীঘ্রই CBIএর মুখোমুখি হতে পারে বলেই খবর। দীর্ঘদিন ধরেই বাগাড়িয়াকে খুঁজছিল সিবিআই। তবে তাঁর খোঁজ মেলেনি। তবে তৃতীয় হাজিরার নোটিসের পর উত্তর দিয়ে বাগাড়িয়া জানায় যে, চিকিৎসার জন্য দুবাইতে রয়েছেন তিনি। গত সপ্তাহেই ফিরেছেন তিনি।
উল্লেখ্য, এর আগে গনেশ বাগাড়িয়ার লেকটাউনের বাড়িতে তল্লাসি চালায় সিবিআই। এ ক্ষেত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সিবিআই। কয়লা ও গরু পাচারের টাকা পয়সার সরাসরি গনেশ বাগারিয়ার কাছে এসেই পৌঁছত বলে খবর। ফলে এ ক্ষেত্রে জেরায় একাধিক ক্লু মিলতে পারে বলেই মনে করছে সিবিআই। অন্যদিকে গরু ও কয়লা পাচার চক্রের অন্যতম কিংপিন বিনয় মিশ্রের খোঁজে মরিয়া সিবিআই। আজই সিবিআই এর সামনে হাজিরা দেওয়ার কথা রয়েছে লুকআউট নোটিশ জারি হওয়া বিনয় মিশ্রর।