ডিপ ফ্রিজ খুলতেই ফণা তুলল গোখরো, হাড় হিম বাড়ির কর্তার

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে জলপাইগুড়ি ক্লাব রোড এলাকার বাসিন্দা পল্টন সাহা তাঁর বাড়িতে থাকা ফ্রিজটিতে কিছুই রাখছিলেন না

Updated By: Oct 31, 2020, 06:56 PM IST
ডিপ ফ্রিজ খুলতেই ফণা তুলল গোখরো, হাড় হিম বাড়ির কর্তার
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ফ্রিজ থেকে বেরিয়ে এল বিষধর সাপ। চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি ক্লাব রোড এলাকায়। 

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে জলপাইগুড়ি ক্লাব রোড এলাকার বাসিন্দা পল্টন সাহা তাঁর বাড়িতে থাকা ফ্রিজটিতে কিছুই রাখছিলেন না। গত কয়েকমাস ধরে তা বন্ধই পড়ে ছিল।

আরও পড়ুন- ভেঙে পড়ল স্টেজ, নির্বাচনী প্রচারে গিয়ে হাত ভাঙল JAP নেতা পাপ্পু যাদবের, দেখুন ভিডিয়ো

শনিবার সকাল থেকে ঘর থেকে পচা গন্ধ বের হচ্ছিল। দুপুরের দিকে পল্টনবাবু খেয়াল করেন পচা গন্ধ আসছে ফ্রিজ থেকে। এরপর তিনি ফ্রিজ খুলে ডিপ ফ্রিজের বক্স খুলতেই লক্ষ করেন ভেতর থেকে ফোঁস করে আওয়াজ করে মুখ বের করছে একটি গোখরো সাপ। সঙ্গে সঙ্গেই ফ্রিজ বন্ধ করে ছুটে বেরিয়ে পড়েন ঘর থেকে। এরপর তিনি খবর দেন পরিবেশকর্মী দেবার্ঘ্য রক্ষিতকে। 

দেবার্ঘ্য রক্ষিত বলেন, খবর পাবার সঙ্গে সঙ্গেই ছুটে এসেছিলাম। দেখি সাপটি ততক্ষণে ডিপ ফ্রিজের পিছনে গিয়ে ঢুকেছে। এরপর ফ্রিজের মেকানিক ডেকে এনে সেটিকে ঘর থেকে রাস্তায় এনে ফ্রিজের পেছন কেটে ডিপ ফ্রিজ বক্স টিকে বের করা হয়। সেটি থেকে বের হয় একটি গোখরো সাপ।

আরও পড়ুন-ওই যে আকাশের গায়ে দূরের বলাকারা.... 

ফ্রিজটি বেশকিছুদিন অব্যবহৃত থাকায় ফ্রিজের জল বেরোনোর জায়গায় দিয়ে ইদুর ভেতরে ঢুকে বাসা বেঁধেছিল। সেই ইদুর খেতে সাপটি ভেতরে ঢোকে। আর ভেতরে কয়েকটি মরা ইদুর থাকায় পচা গন্ধ বের হচ্ছিল বলে ধারনা তার। সাপটির গায়ে চোট থাকায় সেটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

.