সক্কাল সক্কাল রান্নাঘরে ফণাধারী গোখরো!

ওয়েব ডেস্ক : ঘুম ঘুম চোখে রান্নাঘরে ঢুকতেই উড়ে গেল ঘুম। চোখের সামনে এ কী বসে আছে? গ্যাস ওভেনের পাশে বসে ফোঁস ফোঁস করছে গোখরো! মালবাজারের গোবিন্দ কলোনির ঘটনা। আলো চোখে পড়তেই বিরক্ত গোখরো তুলল ফণা। শেষ পর্যন্ত এলাকার এক সর্প বিশেষজ্ঞ বাড়ির রান্নাঘর থেকে পাঁচ ফুটের গোখরোটিকে বের করে। তুলে দেওয়া হয় বন দফতরের হাতে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বাসিন্দাদের বক্তব্য, বড় ধরণের বিপদের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছেন ওই পরিবারের সদস্যরা।

আরও পড়ুন- মুর্শিদাবাদের দুই অপহৃত কিশোরী উদ্ধার নদিয়া থেকে

English Title: 
Cobra found inside kitchen at Jalpaiguri's Malbazar
News Source: 
Home Title: 

সক্কাল সক্কাল রান্নাঘরে ফণাধারী গোখরো!
 

সক্কাল সক্কাল রান্নাঘরে ফণাধারী গোখরো!
Caption: 
ছবিটি প্রতীকী
Yes
Is Blog?: 
No
Section: