স্টোন অপারেশনের নামে কিডনি চুরির অভিযোগ

কালচিনির তোর্ষা চা বাগানের কর্মী ভারতী ওঁরাও গত জানুয়ারিতে পেটে অহস্য ব্যথা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন।

Updated By: Jul 20, 2018, 12:36 PM IST
স্টোন অপারেশনের নামে কিডনি চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: স্টোন অপারেশনের নামে কিডনি চুরির অভিযোগ। কাঠগড়ায় কোচবিহারের একটি  নার্সিংহোম।

কালচিনির তোর্ষা চা বাগানের কর্মী ভারতী ওঁরাও গত জানুয়ারিতে পেটে অহস্য ব্যথা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন। তাঁর অভিযোগ, চিকিত্সকরা জানান, তাঁর কিডনিতে স্টোন হয়েছে। এরপর চিকিত্সক ওয়াসিম রাজা ও টি পালের তত্ত্বাবধানে অপারেশনও হয়। কিন্তু বিপত্তি হয় এরপর। ব্যাথা আরও বেড়ে যায়।

আরও পড়ুন: শোকেস থেকে জিনিস বার করতে গিয়ে পায়ে লেগেছিল শুড়শুড়ি, উঁকি দিতেই শুকিয়ে গেল গলা

ব্যথা না কমায় অন্য একটি ক্লিনিকে তিনি আলট্রাসোনোগ্রাফি করান তোর্ষা। সেখানেই কিডনি কেটে নেওয়ার ঘটনাটি নজরে আসে। এরপর কোচবিহারের সেই নার্সিংহোমে গিয়ে যোগাযোগ করেন তোর্ষা। কিন্তু অভিযুক্ত ২ চিকিত্সকের খোঁজ পাননি তিনি।

মহিলার দাবি,  অভিযুক্ত ডাক্তার ওয়াসিম রাজার কোনও হদিশই নেই। এই নিয়ে গ্রাহকসুরক্ষা আদালতে মামলা করেছে রোগীর পরিবার।

.