কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, জিতেন প্রসাদের সঙ্গে বৈঠকে রণক্ষেত্র বিধানভবন

দুই দলের মধ্য়ে ধুন্ধুমার বেঁধে যায়। জিতেন প্রসাদ বৈঠক ছেড়ে বেরিয়ে চলে যান। 

Updated By: Dec 18, 2020, 05:04 PM IST
কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, জিতেন প্রসাদের সঙ্গে বৈঠকে রণক্ষেত্র বিধানভবন
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে ধুন্ধুমার বিধানভবন। শুক্রবার প্রকাশ্যে আছে সেই খবর। অধীর পন্থি বনাম সোমেন পন্থিদের মধ্যে গন্ডগোল চরমে পৌঁছয়। আজ দুপুরে জিতেন প্রসাদের বৈঠক ছিল। সেই বৈঠক চলাকালীনই ঝামেলা শুরু হয়। এই সময়ে একদল কংগ্রেস পন্থি বিধানভবনে ঢুকে পড়েন। এরপরই রণক্ষেত্রে পরিণত হয় বিধানভবন। 

আরও পড়ুন: নিজেরা বানাতে পারেননি, রাজ্যের থেকে নেতা ধার নিচ্ছে BJP: কাকলি ঘোষ দস্তিদার

গতকালই এসেছেন AICCর ভারপ্রাপ্ত পর্যবেক্ষক জিতেন প্রসাদ এসেছেন। রাজ্যের জন্য মনোনিত হয়েছেন তিনি। এ দিন তিনি যখন বৈঠক করছিলেন সেই সময়ে সোমেন মিত্রের ছেলে রোহন মিত্রের অনুগামীরা দরজা ঠেলে ঢুকে আসেন এবং সোমেন মিত্র জিন্দাবাদ এবং প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ স্লোগান তুলতে থাকেন। ঘটনায় বিধানভবনে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁদের সময় পেরিয়ে গেলেও কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না ইত্যাদি একাধিক দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এরপর এই দলের দিকে তেড়ে আসেন অধীর পন্থিরা। দুই দলের মধ্য়ে ধুন্ধুমার বেঁধে যায়। জিতেন প্রসাদ বৈঠক ছেড়ে বেরিয়ে চলে যান। সবমিলিয়ে চূড়ান্ত অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বিধানভবনে।

আরও পড়ুন: গ্রাহকদের কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ, গ্রেফতার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারসহ ২

.