নিজস্ব প্রতিবেদন: ভোট ফুরোতেই গেল পদ। তার পরই দলত্যাগ। এলাকার মানুষকে অবাক করলেন কোচবিহার পুরসভার প্রাক্তন প্রশাসক ভূষণ সিংহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনা আতঙ্কে মুখ ফেরালেন আত্মীয়রাও! বালুরঘাটে ১২ ঘণ্টা বাড়িতে শিক্ষিকার দেহ  


কোচবিহার-সহ রাজ্যে যেখানে ভালো ফল করেছে বিজেপি সেখানে হঠাত্ করেই কেন গেরুয়া শিবির ছাড়তে গেলেন ভূষণ সিংহ? এর কোনও সদুত্তর মেলেনি। তবে খোদ ভূষণবাবু জানিয়েছেন, পরিবারকে সময় দিতেই তাঁর দল ছাড়া। তৃণমূলে ফিরে যাওয়ার ব্যাপারে এখনও কিছু ভাবিনি।


আরও পড়ুন-Covid রোগীর বাড়ি স্যানিটাইজ করা কিংবা Oxygen দেওয়া, ছেলেকে নিয়ে হাজির পদ্মশ্রী করিমুল


বিধানসভা ভোটের আগেই শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন ভূষণ সিংহ। কারণ সেসময় শুভেন্দু তাঁকে নাকি আশ্বাস দিয়েছিলেন, তৃণমূলে থেকে পুরসভার জন্য যে কাজ করতে পারছেন না তা বিজেপি সরকার ক্ষমতায় এলে পারবেন। তবে ভোট মিটতেই দলের সঙ্গে বিরোধ নাকি অন্য কোনও কারণে ভূষণ দল ছাড়লেন তা এখনও স্পষ্ট নয়। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পরই কোচবিহার(Cooch Behar) পুর প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। শেষপর্যন্ত  শুক্রবার বিজেপি সরে আসার কথা ঘোষণা করলেন ভূষণবাবু।