সব জেলায় একটি করে 'করোনা হাসপাতাল', নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যসরকারের
প্রতিটি জেলায় একটি করে নভেল করোনা ভাইরাসের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করা হ
নিজস্ব প্রতিবেদন: নজিরবিহীন সিদ্ধান্ত। রাজ্যের ২২ জেলায় ২২টি "ডেডিকেটেড" নভেল করোনা হাসপাতাল তৈরি হবে। এমনটাই সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন।
প্রতিটি জেলায় একটি করে নভেল করোনা ভাইরাসের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করা হবে। সব জেলার প্রশাসন এবং সি এম ও এইচ অর্থাৎ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে এই মর্মে নির্দেশও পাঠানো হয়ে গিয়েছে। সেখানকার কোন হাসপাতালকে 'করোনা হাসপাতালে' রূপান্তরিত করা প্রয়োজন, সে বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানোর জন্য বলা হয়েছে।
আরও পড়ুন- আরও এক করোনা আক্রান্ত রাজ্য়ে, ২৪ ঘণ্টায় সংক্রমণ মিলল ৫ জনের শরীরে
জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে হাসপাতাল নির্বাচিত করার। বেডের সংখ্যা, চিকিত্সা যন্ত্রপাতি এবং কত চিকিৎসক-নার্স কর্মী দরকার, এ সবই পুঙ্খানুপুঙ্খভাবে রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য ভবনকে। একাধিক স্বাস্থ্য কর্তার দাবি, সরকার আগাম সর্তকতা হিসেবে এমন সিদ্ধান্ত নিচ্ছে ।
স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, "সব জেলা থেকে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। কোন হাসপাতালে তাঁরা করতে চান তাও জানাতে বলা হয়েছে।"