রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১৫৩, মৃত্যু ১৪ জনের
শনিবারের তুলনায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা খানিকটা বাড়ল। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এমনটাই জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে।
নিজস্ব প্রতিবেদন: শনিবারের তুলনায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা খানিকটা বাড়ল। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এমনটাই জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে।
রাজ্য সরকারের বুলেটিনে জানানো হয়েছে
# গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৩৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। গতকাল নতুন আক্রান্তের সংখ্যা ছিল ১০৮। অর্থাত্ আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৫।
# গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১১৩ জন। শনিবার এই সংখ্যা ছিল ৯৯। অর্থাত্ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের।
# কো-মরবিটিতে মৃত্যু হয়েছে মোট ৭২ জনের।
# ১০ মে(সকাল ৯টা পর্যন্ত) হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৪১৭ জনকে।
# ১০ মে পর্য্ন্ত সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১৩৩৭।
# রাজ্যে এখনও পর্য্ন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরার হার ২১.৫১ শতাংশ।
# প্রসঙ্গত এই পরিসংখ্যান ১০ মে সকাল ৯টা পর্যন্ত।
আরও পড়ুন-কবে থেকে চালু হতে পারে বিমান চলাচল? জানিয়ে দিল কেন্দ্র
রাজ্য সরকারের বুলেটিনে আরও জানানো হয়েছে-
# ৯ মে পর্য্ন্ত কোভিড স্যাম্পল টেস্ট হয়েছে ৩৯,৩৬৮টি।
# ১০ মে স্যাম্পেল টেস্ট হয়েছে ৪,০৪৬টি।
# যত স্যাম্পেল টেস্ট হয়েছে তাতে পজিটিভ কেসের হার ৪.৪৭ শতাংশ।
# এখনও পর্যন্ত রাজ্যের ১৮টি ল্যাবরেটরিতে কোভিড টেস্ট হচ্ছে।
# মোট আইসিইউ বেড রয়েছে ৯০৭।
# মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২।