মালবাজারে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যু, শহরে কোভিডের শিকার আরও ২
সোমবার পর্যন্ত মালবাজারে করোনা আক্রান্ত হয়েছিলেন মোট ৪৯ জন
নিজস্ব প্রতিবেদন: মালবাজারের মতো একটি ছোট এলাকায় চরম আকার নিয়েছে করোনা সংক্রমণ। শনিবার করোনায় মৃত্যু হল আরও ২ জনের।
আরও পড়ুন-Covishield-র চেয়েও দামি Covaxin, ডোজ পিছু ₹৬০০ দিতে হবে রাজ্যকে
গতকাল মালবাজার শহরে লক্ষ্মী পাল ও লক্ষ্মী কর্মকার নামে ২ মহিলার মৃত্যু(Covid Death) হয়েছে করোনায়। মাল ব্লক তো দূরের কথা মালবাজার শহরের অবস্থা এখন উদ্বেগজনক। এদিন মাল শহরেই করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ জন। ফলে আতঙ্ক বাড়ছে এলাকায়।
উল্লেখ্য, গত ২৬ দিনে এনিয়ে মালবাজারে করোনায় মৃতের সংখ্যা গিয়ে হল ১৫। সংক্রমণ রুখতে মাল পুরসভা দোকানপাট বন্ধ রেখে লোকজনের ভিড় কমানোর শুরু করেছে। শনিবার মাল(Maalbazar) পুরসভা এলাকায় দোকানপাট বন্ধ করে রাখা হয়। রাস্তায় লোকজনও ছিল অপেক্ষাকৃত কম।
আরও পড়ুন-কর্নাটকে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ হাজার, বেঙ্গালুরুতে ১৭ হাজার
গত সোমবার পর্যন্ত মালবাজারে করোনা আক্রান্ত হয়েছিলেন মোট ৪৯ জন। এদিন বিকেল পর্যন্ত মাল ব্লক হাসপাতালে মোট ৩০০ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে ২০ জন পজিটিভ হন। এদের সবাইকে মেটেলির সেভ হোমে পাঠিয়ে দেওয়া হয়।