গত ২৪ ঘণ্টায় রাজ্যে খানিকটা কমলো করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬১৮ জন, মৃত ১৪

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Aug 10, 2020, 09:35 PM IST
গত ২৪ ঘণ্টায় রাজ্যে খানিকটা কমলো করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা
ছবি-নিজস্ব

নিজস্ব প্রতিবেদন: টানা কয়েকদিন ধরেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছিল। সোমবার তা খানিকটা কমলো।

রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ২,৯৩৯, শনিবার ছিল ২,৯৪৯, বৃহস্পতিবার ২,৯৫৪, সোমবার সেই সংখ্যাটা কমে হল ২,৯০৫। অন্যদিকে, কয়েকদিন ধরেই রাজ্যে করোনায় মৃতের সংখ্যা পঞ্চাশের ওপরে ছিল। সোমবার তা কমে হল ৪১।

আরও পড়ুন-"কোভিড হারছে, দেশ জিতছে" সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৫ লক্ষ মানুষ

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮,৪৫৯ জন। সক্রিয় করোনা আক্রান্ত ২৬,০৩১ জন। মৃত্যু হয়েছে ২,১০০ জনের।  এখনও পর্যন্ত রাজ্যে করোনা রোগী সুস্থ হয়েছেন ৭০,৩২৮ জন। শতাংশের হিসেবে যা ৭১.৪৩।

রাজ্যে স্যাম্পেল টেস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে স্যাম্পেল টেস্ট হয়েছে ২৬,২৯৭
টি। এখনও পর্যন্ত স্যাম্পেল টেস্ট হয়েছে ১১,৩২,১৯৬টি। রাজ্যে কোভিড হাসপাতালের সংখ্যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৮৩টি।

আরও পড়ুন-পোলক স্ট্রিটের বহুতলে বিধ্বংসী আগুন, ভেতরে আটকেপড়া একজনকে উদ্ধার করল দমকল

এদিকে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬১৮ জন, মৃত ১৪। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৪৯২ জন, মৃত্যু হয়েছে ১২ জনের, হাওড়ায় আক্রান্তের সংখ্যা ২০৯, মৃত্যু ৪ জনের।

.